কুরবানি পশু ব্যবসায়ীসহ অন্যান্যদের ব্যাংকিং সেবা দিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ঈদের আগের দিন মঙ্গলবার পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং চলবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কুরবানির পশুর হাটগুলোতে অনেক ব্যবসায়ীর সমাগম ঘটে এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। এ অবস্থায় আর্থিক লেনদেন নিরাপদ ও সহজতর করার লক্ষ্যে ঢাকা মহানগরীর কুরবানির পশুর হাটগুলোর কাছাকাছি শাখাগুলোয় বিশেষ ব্যবস্থায় স্বাভাবিক ব্যাংকিং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর রাত ১০টা পর্যন্ত সান্ধ্য ব্যাংকিং চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কুরবানির পশুর হাটে স্বীয় বিবেচনায় অস্থায়ী বুথ স্থাপনের মাধ্যমে অর্থ জমা নেওয়া, উত্তোলন ও নতুন হিসাব খোলার ব্যবস্থা নিতে বলা হয়েছে। এসব শাখায় দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা দেয়ার বিষয়েও নির্দেশ দেয়া হয়েছে।
রাজধানী
কুরবানির হাটসংলগ্ন ব্যাংক খোলা রাখার নতুন নির্দেশনা
কুরবানি পশু ব্যবসায়ীসহ অন্যান্যদের ব্যাংকিং সেবা দিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ঈদের আগের দিন মঙ্গলবার পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং চলবে।