কয়েক দিন যাবৎ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে দোয়া করেছেন। একই সঙ্গে তার আশু আরোগ্যের জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর নিকট দোয়ার আবেদন জানিয়েছেন। এদিকে, শারীরিকভাবে অসুস্থ জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার দুপুর একটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তাহেরকে দেখতে যান বিএনপি মহাসচিব। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। প্রেস বিজ্ঞপ্তি।