গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এজন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গতকাল সোমবার সকালে ঢামেকে সাংবাদিকদের ব্রিফিংয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, নূর এখন আগের তুলনায় অনেকটা সুস্থ। তার নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। চিকিৎসকদের পরামর্শে তিনি এখন স্বাভাবিক খাবার খেতে পারছেন। তবে খাবার খাওয়ার সময় ব্যথা অনুভব করছেন, যা ধীরে ধীরে কমে যাবে। ঢামেক পরিচালক আরও জানান, নূরের চোখে রক্তজমাট বাঁধার কারণে সেরে উঠতে এক থেকে দুই সপ্তাহ লাগবে। এছাড়া আঘাতের পর নাক দিয়ে হওয়া রক্তক্ষরণের কিছু অংশ শ্বাসনালিতে চলে গিয়েছিল, যা গতকাল কাশির সঙ্গে বের হয়ে এসেছে। তবে এতে কোনো ঝুঁকি নেই।

এদিন সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন হাসপাতালে গিয়ে নূরের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মীও এসময় হাসপাতালে উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) যান। এ সময় হক নূরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। পরে সকাল পৌনে ১০টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, হক নূরের শারীরিক অবস্থা এখনো সংকটমুক্ত নয়। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা সবাই চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এ ধরনের সহিংস হামলা কোনোভাবেই কাম্য নয়। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, সুস্থ হওয়ার পর হক নুর হামলার ঘটনায় মামলা করবেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নূরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল হাসপাতালে গিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এ এস এম আমানুল্লাহ সোমবার নিজের ফেসবুক একাউন্টে এক পোস্ট শেয়ার করে তিনি এ তথ্য জানান। অধ্যাপক আমানুল্লাহ পোস্টে লেখেন, ‘ডাক্তাররাই ফাইনাল সিদ্ধান্ত নিবেন কিন্তু নূরকে দেখে মনে হলো তাকে অবশ্যই বিদেশে চেকআপ করানো দরকার। মাথা, চোয়াল এবং মুখের বিভিন্ন নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে। নিজের সন্তানের মতো দেখে রাখি তবুও সেই ২০১৩ সাল থেকে ছেলেটাকে বারবার আঘাত করা হচ্ছে। প্রতিবাদ জানিয়ে রাখলাম।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে নুরসহ বহু আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হলেও পরে রাতেই তাকে ঢামেকে স্থানান্তর করা হয়।