ঢাকায় গতকাল মঙ্গলবার সকালে ছুরিকাঘাতের তিন ঘটনায় পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে এক দম্পতি, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মী এবং এক ব্যবসায়ী ও রিকশা চালক রয়েছেন। ভুক্তভোগীরা হচ্ছেন- আবু মুসা (৪০), শাহনাজ আক্তার (৩৫), আহসান (৫২), আব্বাস (৩২) ও আব্দুল লতিফ (৫৫)। ঘটনার পর চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয় বলে জানান সেখানকার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক।
আহতদের মধ্যে আবু মুসা ও শাহনাজ দম্পতি চকবাজার থানার ইসলামবাগ জমিদার গলিতে ভাড়া বাসায় থাকেন। সকাল ৬টার দিকে এক ব্যক্তি এসে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেলে নেন শাহনাজের বোন শাহিদা।
জানতে চাইলে শাহিদা বলেন, কী কারণে তাদের ওপর হামলা তা তিনি জানেন না। তাদের গ্রামের বাড়ি নেত্রকোণার দুর্গাপুর উপজেলায়।
এদিকে নতুন বাজার এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মী আহসান (৫২) সকালের পরিছন্নতা কাজ তদারকির সময় ছরিকাঘাতের শিকার হয়েছেন। অচেনা ২/৩ জন ছুরিকাঘাত করে আহসানের কাছে থাকা একটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে সহকর্মী শাহাবুদ্দিন তাকে উদ্ধার করে সকাল ৭টার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেন।
শাহাবুদ্দিন বলেন, সকালে কাজে বের হয়ে ছিনতাইকারীর খপ্পরে পড়েন আহসান। অন্যদিকে সকালে যাত্রাবাড়ীর ইসলামিয়া হাসপাতালের অদূরে ৩ ব্যক্তি ব্যাটারি চালিত অটোরিকশা থামিয়ে চালক ও যাত্রীকে ছুরিকাঘাত করে জখম করেছে। এ সময়ের রিকশাচালক ও যাত্রী চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত রিকশা চালক আব্বাস (৩২) ও যাত্রী কাঁচামাল ব্যাবসায়ী আব্দুল লতিফ (৫৬) পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। আব্বাস যাত্রাবাড়ীর কাজলায় ও ব্যবসায়ী আব্দুল লতিফ কদমতলা রাজারবাগ এলাকায় থাকেন।