বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিমিটেড মতিঝিল কার্যালয়-এর উদ্যোগে ২৫ মার্চ সোমবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুক সোসাইটির পরিচালক (প্রশাসন) অ্যাডভোকেট এস. এম. কামাল উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুক সোসাইটি মতিঝিল কার্যালয়ের ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, সিনিয়র হিসাবরক্ষক মহিউদ্দিন মজুমদার, মার্কেটিং ম্যানেজার সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকাশনা ম্যানেজার ওয়াসিম আকরাম।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এস এম কামালউদ্দীন বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ আমরা পেয়েছি পৃথিবীর মানচিত্রে ৫৬ হাজার বর্গমাইলের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। এ স্বাধীনতা অর্জন করতে অনেক ত্যাগ-তিতিক্ষা ও রক্ত বিসর্জন দিতে হয়েছে। অর্জিত এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে আমাদের সকলকে দেশ গড়ার কাজে নিজ নিজ অবস্থান থেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে; তাহলেই স্বাধীনতা অর্জন স্বার্থক ও সফল হবে। আলোচনা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে যে সকল বীর মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।