ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে দেশে আরও একজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৪ জন। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত রোগটিতে ২০৩ জনের মৃত্যু হল।
স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল শনিবারের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি একজন নারী। তার বয়স ২০ বছর। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গতকাল শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৭৪ জনসহ এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৮৬৫ জনে। এ বছর ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন সেপ্টেম্বরে; মৃত্যুও ছিল সর্বোচ্চ। গত মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন; মৃত্যু হয় ৭৬ জনের। অক্টোবরের প্রথম চার দিনে হাসপাতালে ভর্তি হলেন ১৫২৩ জন; আর মৃত্যু হল পাঁচজনের।
এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হন।
জুলাইতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়। এর আগে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন ও অগাস্টে ৩৯ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কারো মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের ১০২ জন চট্টগ্রাম বিভাগীয় এলাকার। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৯৪ জন, ঢাকা বিভাগে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ১১ জন এবং বরিশাল বিভাগে ৬৩ জন রোগী ভর্তি হয়েছেন।
মশাবাহিত এ রোগ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৩০৪ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৮৭ জন, ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।