অবশেষে সামনে এলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের নাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে তাদের চিহ্নিত করে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। এর আগে তদন্ত শেষে ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে রিপোর্ট প্রদান করে তথ্যানুসন্ধান কমিটি। এরপর তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়। তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে চলতি বছরের ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিস্তারিত আলোচনা হয়। সে সঙ্গে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির দ্বিতীয় সভায় ১২৮ জনসহ আরো ৩৮৫ শিক্ষার্থীর অপরাধের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি নোটিশে বলা হয়েছে, কৃত অপরাধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না তার কারণ দর্শিয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এজন্য ৭ দিন সময় বেধে দেওয়া হয়। প্রক্টর সাইফুদ্দীন সাক্ষরিত নোটিশে তাদের এই সিদ্ধান্ত জানানো হয়। অভিযুক্তরা হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ মোট ৩৮৫ জনের। এদের মধ্যে অনেকেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতৃত্বে রয়েছেন। কেদ্রীয় পদধারী রয়েছেন ৩০ জনের বেশি। বাকীদের মধ্যে আছেন হলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তালিকায় প্রাপ্তদের নাম দৈনিক সংগ্রামের কাছে এসেছে। তারা হলো- জয়দেব নন্দী,সজিবুর রহমান সজিব, মুনেম শাহরিয়ার মুন, মো. আযহারুল ইসলাম মামুন, সুমন খলিফা,লুৎফর রহমান, কামাল উদ্দীন এফ রানা, রুবেল হোসেন, শহিদুল হক শিশির, মোহাম্মদ হোসেন, আনভীর শিকদার,মিশাত সরকার, মারিয়াম জামান খান সোহান,সিয়াম রহমান, কাজল দাশ, অতনু বর্মণ, জাহিদুল ইসলাম, শরীফ আহনেদ মুনিম, এনায়েত এইচ মনন,ইমদাদুল হাসান সোহাগ, আনোয়ার হোসেন নাঈম, আবু হাসিব মুক্ত, অন্তরা দাস, আতিকা বিনিতে হোসাইন, খাদিজা আক্তার ইউরমি, নুসরাত রুবাইয়াত নীলা, কোহিনূর আক্তার রাখি, সানজিনা ইয়াসমিন, রাজিয়া সুলতানা কথা, জান্নাতুল হাওয়া আখি, পূজা কর্মকার, রিমা আক্তার ডলি, রাকিবুল হাসান রাকিব, মেফতাহুল ইসলাম পান্থ, মাইনুল হাসান রাব্বী, আমিনুল ইসলাম বুলবুল, আল মামুন, তামান্না জেসমিন রিভা, নোশিন শর্মিলী, মো. মইনুল হোসাইন তানভীর, ইবনুল এম হাসান উজ্জল, পারভেজ মুন্সী, নাইমুর রহমান, আক্তারুল করিম রুবেল, নাহিদ ভূঞা, শেখ ইমরান ইসলাম ইমন, জিহাদ হাসান, ফারহান রহমান, শেখ মোহাম্মদ নাঈম, তিলোত্তমা শিকদার, তানিয়া আক্তার তাপসী, এমএইচ রাসেল, শাকিল আহমেদ, ওমর ফারুক, আশিকুর রহমান শান্ত, শেখ মাহবুব হাসান তাজুল, আব্দুল কাইয়ূম সৌরভ, মাহমুদুল হাসান শাওন, হুমায়ুন কবির হৃদয়, শফিকুল ইসলাম শান্ত, আহমেদ ইমতিয়াজ অয়ন, মো. শিহাব হাসান, মো. কাওছার আহমেদ, মোঃ রিফাতুল ইসলাম, রাকিবুল হাসান, ইউসুফ তুহিন, শাকিরুল ইসলাম সাকিব, আয়ান হাসেন জর্জ, সাদিক হাসান মিয়া, মুহিবুল ইসলাম মুহিব, মো. রেদাউন হোসেন দিপু, সাবাত আল ইসলাম, মো. শাকিবুল ইসলাম সুজন, মোঃ হামী ইসলাম শিক্ত, আব্দুল্লাহ আল মারুফ, পিয়ার হাসান সাকিব, রায়হানুল ইসলাম ভূঁইয়া, সৈয়দ ইশতিয়াক ফারদিন, আমির খসরু মাহমুদ, লিমন সিকদার, কামরুজ্জামান রাজু, ইসমাইল আব্দু মোনাফ প্রান্ত, ফয়সাল আহমেদ, পারভেজ, নিঝুম ইফতার, আব্দুল্লাহ আল মারুফ, আরিফ হোসেন নয়ন, কৌশিক হাসান পরশ, ফাহিম তাজওয়ার, মাইনুল ইসলাম মাইনু, তৌফিকুর রহমান আকাশ, আলী আজম, মো. সাইমুম রেজা, মারুফ শাহরিয়ার তালহা, সাহাব উদ্দীন বিজয়, এটিএম জিকরুল আজিম আপন, মাসফিক আহমেদ ইয়াছি, শাহনেওয়াজ আরেফিন পল্লব, পল্লব রানা পারভেজ, মো. মুসাহিদ আলী, মো. শান্ত আলম, নূর আলামিন, মাহমুদুর রহমান আলিফ, মুসান্না আর গালিব, মেহেদি হাসান, মো. রামীম, শাকিল রেজা, মো. সাফিউর রহমান, মো. দ্বীন ইসলাম, মেহেদী হাসান সাগর, শাকিল আহমেদ, সাহারাত খান, আবছার হাসান রানা, ফাতিন আলমাস, মতিউর রহমান, আসিফ ইকবাল নাহিদ, ইমরান সরকার ইমু, মো. নুহাস ফেরদৌস, আলি হাসান রিফাত, মো. সামিউজ্জামান, হৃদয় মিয়া, নিশাদ নূর, আদনান হাবিব, মহিবুল্লাহ লিয়ন, মো. মাজহারুল ইসলাম, আনোয়ার হোসেন লালন, আসিফ হোসেন, আরিফুল ইসলাম আলিফ, মো. মিল্টন শেখ, মো. জাওয়াদ আব্দুল্লাহ বারী, সিরাজ মোহাম্মদ শওকত, ফারহান তানভীর নাসিফ, মো. কামরুল হাসান শুভ, মো. আরিফ ইশতিয়াক রাহুল, শরীয়তুল্লাহ, শাহ আলম, বিল্লাল হোসেন বিপ্লব, সাদ আল জাদিদ, মো. আশরাফুল আলম অনিক, তানভীর আহমেদ শাফিন, মোহাম্মদ মাহাবুব আলম, মো. রওনক জামান খান, সাজ্জাদুল কবির নিপুণ, মোহাম্মদ তানভীর আলম চৌধুরী, তাওহীদ হোসেন অপূর্ব, সাফওয়ান চৌধুরী, মুহাম্মদ মাহমুদুল হাসান, নিয়াজ মাখদুম সিনা, আল-আমীন, মাসুদ আমজাদ, সাদমান রাফিদ, মো. তৌহিদুল ইসলাম মাহিম, মো. নাইমুন্নবী চৌধুরী তুষার, নিয়ামুর রশীদ আদিতা, মো. তারেক রহমান, মোস্তফা আমির ফয়সাল নকিব, মো. আরিফুর রহমান শিশির, আসাদুল্লাহ আল মাহমুদ, তানজিম মাহমুদ, মিজানুর রহমান জনি, জামিল, শিহাব মাহমুদ, মাজহারুল ইসলাম রায়হান, শোয়াইব মোহাম্মদ আহসান উল্লাহ, সাব্বির আহমেদ খান, হৃদয় হাসান রিয়ন, ইমাম হাসান, শেখ ইসমাইল, মোস্তাকিম হোসেন রিয়াদ, তানভির হোসেন তুষার, রাশেদুজ্জামান রনি, আব্দুল্লাহ আল সোহাগ, মো. শাহ সুলতান বিন হাবিব, তাফসির মাহমুদ চৌধুরী, জোবাইরুল ইসলাম, ইরতাজুল হক রিয়ান, আশিকুর রহমান (আশিক), হেদায়েতুল ইসলাম, নাইম ইসলাম, রাইদুল হাসান কৌশিক, ইনজামামুল হক আলডি, আকতারুজ্জামান রাজিব, মো. খালিদ হাসান শিশির, মো. শুভ আলম, ইত্তেজা হাসান রাকিব, মো. ইয়ামিন আজাদ সরকার, সাকিব আরাফাত মৃধা, মইনুল হাসান বিজয়, মোহাম্মদ ইউসুফ, খালেদ মাহমুদ মিরাজ, তাহমিদ ইকবাল মিরাজ, মাজেদুল ইসলাম (মাজেদ), হানযালা হাই মিশেল, সাকিবুর রহমান সায়েম, নূর উদ্দীন, সাজিদুল ইসলাম জাওয়াদ, মো. মোরশেদুল ইসলাম ইমন, মীর মাশউর রহমান মুন্না, আরিফ শিকদার, শাহ ইবনে সোয়াদ, আইনুল ইসলাম মাহবুব, সাখাওয়াত হোসেন শান্ত, জিহাদ, রেজাউল করিম রিয়াদ, আহসান হাবিব রাব্বি, সনেট ইসলাম, রবিন আহমেদ, মেহেদী হাসান, হাসান ইমাম, রাহাদ ইসলাম শাকিল, সোয়েব আহম্মেদ সাজিব, রাফিউর রহমান রাফি, সাব্বির হোসেন খোকা, আরাফাত হোসাইন মাহিন, আরিফুজ্জামান তুষার, শাকিল আহমেদ শুভ, মো. এনামুল হক (পলাশ), আরিফ আহমেদ সুমন, সাকিব আহমেদ রাজ,মাইনুল হোমেন রাব্বি, সামির আহমেদ মাফি, আকিব মোহাম্মদ ফুয্যদ, শামসুল আরেফিন সেজান, ইয়াসির আরাফাত প্লাবন, মো. কানন মোল্লা (কানন), মোহাম্মদ উল্লাহ সায়েম, মেহেদী হাসান তাপস, তাহসান আহমেদ রাসেল, তালহা জুবাযের, মোঃ আব্দুল গফুর মন্ডল রিফাত, তানজিদ তালুকদার, ইমন খান জীবন, আরিফুল ইসলাম, ইয়াসিন আল শাহিন, মোহাম্মদ সাব্বির হোসেন, সালমান সাদিক, রবিউল ইসলাম রবি, নুরুল আমিন আজহার, রাকিব উল ইসলাম, এ, কে, এম, তৌহিদুজ জামান অভি, আব্দুল আহাদ, মাজফুজুর রহমান,শাকিল হোসেন, রাহুল ইসলাম, আব্দুল্লাহ খান শৈশব, আলী নেওয়াজ তুষার, শফিকুল ইসলাম, ফয়সাল মোল্লা, হামিদ কারজাই, মশিউর রহমান, তানভীর হাসান শান্ত, শাহরিয়ার আহমেদ শিহাব, আলমগীর হোসেন আবির, শামীমুল ইসলাম, শাহরিয়ার অনন, আরিফুর রহমান যুবরাজ, ওমর ফারুক, কামরুজ্জামান, মোঃ মহসিন, মাহমুদুল হাসান কালডীআয়ান, মাজহাবুল ইসলাম নিরব,আবু বকর প্রিন্স, নাহিদ হাসান, হেদায়েত উল্লাহ, মুইন হাসান সাজিদ, ফারহান, জাবের বিন আমিন, মো. সাজিদ আহমেদ, রুবাইয়াত রাহাত, শাহরিয়ার অভি, তানভীর নাওয়াজ তীর্থ, ফাহিম তাজওয়ার জয়, জামানুল্লাহ জনি, জুবায়ের আহমেদ রুদ্র, শেখ মারুফ হোসাইন সুজন, মিঠু চন্দ্র শীল, সুন্নয দাস, ওয়েলস সরকার, ভবোতষ, বিভাষ রায়, প্রীতম চৌধুরী, সৌরভ শিকদার, প্রিন্স রায়, চিন্ময় রায়, অর্ক সাহা, অনিন্দ্য দাস,সঞ্জয় সাহা, দীপম সাহা, অপূর্ব চক্রবর্তী, ইমন চ্যাটার্জী, মেহেদী হাসান সোহেল, জাহিদুল ইসলাম নয়ন, আমিনুল ইসলাম, নাহিদুল ইসলাম শান্ত, রাসেল মাহমুদ, জাহিদ আহমেদ ম্যাক্স, মো. রাকিব ইসলাম, মাহদি হোসাইন কাব্য, ফয়সাল আহমেদ ফাহিম, খন্দকার অমিত, ইব্রাহীম হোসেন পাপ্পু, মো. হুসাইন আহমেদ সোহান, ইরফানুল হাই সৌরভ, দেওয়ান বায়েজিদ আহমেদ, তানভীর আহমেদ দিগন্ত, আরাফাত ইসলাম প্লাবন, খালিদ হাসান নিলয়, ফয়সাল মাহমুদ প্রিন্স, মাহমুদুল হাসান বাবু, রাশিদ মাহমুদ মাহি, খায়রুল বাশার, শরীফুল ইসলাম শরীফ, ইমদাদুল হাসা সোহাগ, জাহেদ হোসেন রানা, ইসলাম বিন জুনায়েদ, আশফাক আবির, মো. মাহতাব, রেদওয়ান ইসলাম রিদয়, মাকসুদুর রহমান মীম, ইফতেখারুল ইসলাম দিনার, মেহেদী হাসান তামিম, রাশেদুজ্জামান রায়হান, মুরসালিন অনু, আবির হোসেন আকন (মিঠু), সকাল চৌধুরী, মো. আসাদুজ্জামান আসাদ, মাহিদুর রহমান বাঁধন, সাইফুর রহমান, নাছিম হাসান, মাহফুজুর রহমান, মো. ইউসুফ, হুমায়ুন কবির শুভ, আবু ইউনুস, মেহেদি হাসান শান্ত, মাহবুবুর রহমান, মো. রিয়াজুল ইসলাম, শুভ আলম, শাহ সুলতান অপু, মোশাররফ হোসেন, ফাহিম শাহরিয়ার, ইমরান শেখ, এম. সাকিব, ওমর ফারুক শুভ, কাওসার হাসান রাকিব, নাবিন হোসেন, নাহিদ, নায়েব শাহরিয়ার (অনিম), নূর-এ-আলম বিশ্বাস, হাসান সাইদি, হারুন অর রশীদ হারিস, সাদমান সৌমিক, শাহনেওয়াজ বাবু, জোবায়ের, মোকসেদ, মোল্লা আবু শামীম, রাব্বি আহমেদ, রিদয় হোসাইন, শফিকুল ইসলাম জিহাদ, ইনসান কামাল সাফাত, আবদুল্লাহ আল আসিফ (শামস), আবদুল মুহিত, আব্দুর রহমান, আফতাব উদ্দিন শাওন, পারভেজ আলম, ফাহিম তাজওয়ার, বায়েজিদ বোস্তামি, মইনুল বিশ্বাস, মাসফিউর রহমান, মাহবুব হাসান বকুল, মুহিবুল ইসলাম মুহিব, সাব্বির, রাসেল, এস এইচ স্বাধীন, তুষার হোসেন, রাইসুল ইসলাম, সুমন নন্দি, ওমর ফারুক মজুমদার, স্বাগত আহমেদ, শেখ মো. নাসির উদ্দিন, শোয়াইব আহসান, শাকিল চৌধুরী বিজয়, আতাউল্লাহ ইমাম, মো. আব্দুল মমিন, মো. আলামিন শেখ, সরদার মো. ইশরাফিল, জাহিদুল ইসলাম জাহিদ, মো. শাকিল হোসাইন, নূর এহসান হোসাইন মোহাম্মদ সোহান, শাকিব হাসান, সাগর সিদ্দিক ভূঁইয়া, শরীফুল ইসলাম, শাকিল আহমেদ, আনোয়ারুল কবীর দিপু, আজহা ইসলাম।