বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাভার থানা রোডের মামুন কমিউনিটি সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের ভারপ্রাপ্ত অঞ্চল পরিচালক ড. খলিলুর রহমান মাদানী।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের ভারপ্রাপ্ত অঞ্চল পরিচালক ড. খলিলুর রহমান মাদানি বলেন, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে, ইসলামের সঠিক পথে চললে বিভিন্ন ধরনের বাঁধা আসবে, জেল জুলুম, অত্যাচার, নির্যাতন, ফাঁসি আসবে, তবুও ইমানদারগণ কিছুতেই ভয় পায় না। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে সকল ধর্ম বর্ণের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে, যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কোনো স্বৈরাচার আর যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। আগামীর রাষ্ট্র মেরামতের দায়িত্ব পালনের জন্য সবাইকে একযোগে বিগত সময়ের চেয়ে আরও বেশি গতিতে কাজ করার আহবান জানান।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, জামায়াতের নেতৃবৃন্দ মর্যাদার আসনে আসীন করে গেছেন। যারাই জনগণের বিপক্ষে, ইসলামের বিপক্ষে কাজ করেছেন তারাই আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছেন। আজকেও যারা এ ধরনের কাজ করবেন তাদের পরিনতিও তাদের মত হবে। আমাদেরকে শহীদের তামান্না নিয়ে কাজ করতে হবে। ত্যাগ কুরবানির নজরানা পেশ করতে হবে, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করার আহবান জানান।
এসময় আরো বক্তব্য দেন, নায়েবে আমীর শাহিনুর ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম কামাল হোসাইন, মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন, অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, ইমদাদুল হক, সাভার পৌর আমীর আজিজুর রহমান।