নাফ নদী থেকে ১২ জন বাংলাদেশী জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতি দিয়েছেন।

গতকাল রোববার দেয়া বিবৃতিতে তিনি বলেন, গত ২৩ আগস্ট দুপুরে শাহপরী দ্বীপের নাইক্ষ্যাংদিয়া সংলগ্ন নাফ নদী থেকে মাছ ধরে ফেরার পথে ১২ জন বাংলাদেশী জেলেসহ একটি মাছ ধরার ট্রলারকে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে। এই অপহরণের ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর আগে আরও দুই দফায় ধরে নিয়ে যাওয়া ৭ জন জেলে এখনো জিম্মি অবস্থায় রয়েছে। তাদের ফেরত আনারও কোনো উদ্যোগ সফল হয়নি।

তিনি আরও বলেন, অপহৃত ১২ জন জেলে ও জিম্মি থাকা অন্যান্য জেলেদের নিরাপদে মুক্তি এবং ট্রলার ফিরিয়ে আনার জন্য অবিলম্বে কার্যকর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সেই সাথে আরাকান আর্মির এ ধরনের ন্যক্কারজনক কর্মকা- অবিলম্বে বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।