* তুরস্ক ও মালয়েশিয়ার ফ্লোটিলাগুলোতে ইসরাইলী অভিযানকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছে
* কলম্বিয়ার ফ্লোটিলায় দুই নাগরিক আটকের ঘটনায় ইসরাইলের কূটনৈতিক দলকে বহিষ্কার ও বাণিজ্য চুক্তি বাতিল
গাজা পৌঁছানোর আগেই মানবিক সাহায্যের নৌবহর সুমুদ ফ্লোটিলার যাত্রা শেষ করে দিয়েছে বর্বর অবৈধ দখলদার ইসরাইল। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে বাকি সব জাহাজই আটক করেছে বলে জানিয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। বহরটি ওষুধ ও খাদ্যসামগ্রী নিয়ে গাজামুখী ছিল। ইসরাইলের দাবি, ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা আইনসম্মত নৌ-অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব জাহাজ আটকাতে গিয়ে কোনো বড় ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে দখলদার সরকার। গাজার ওপর অবৈধ দখলদার বর্বর ইসরাইলের অবরোধের বিরুদ্ধে এটি এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত প্রতীকী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ভূমধ্যসাগর পাড়ি দেওয়া এই ফ্লোটিলার কার্যক্রম আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। সুমুদ ফ্লোটিলাগুলোতে ইসরাইলী অভিযান ও গ্রেটা থানবার্গসহ আটক করা শত শত মানবাধিকারকর্মীদের আটকের ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। অন্তত ৩১৭ জন কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। ইসরাইল জানিয়েছে, গাজাগামী ত্রাণবাহী ৪৪টি জাহাজের মধ্যে একটি জাহাজ ছাড়া সবগুলোকে আটক করা হয়েছে। আটক হওয়া কর্মীরা এসেছেন নানা দেশ থেকে স্পেন, ইতালি, ব্রাজিল, তুরস্ক, গ্রিস, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ৩৭টি দেশের নাগরিক রয়েছেন তাদের মধ্যে। ফ্লোটিলার আটক মানবাধিকারকর্মীদের ‘কঠোর’ কারাগারে রাখতে পারে ইসরাইল। সুমুদ ফ্লোটিলা ও মানবাধিকারকর্মীদের আটকের অভিযোগ যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালতে। আর ম্যান্ডেলার নাতিকে আটকের ঘটনাকে ‘গুরুতর অপরাধ’ বলল দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরাইলের ‘আক্রমণ ও আগ্রাসনের’ নিন্দা জানিয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনের জলসীমার ওপর ইসরাইলের কোনো কর্তৃত্ব বা সার্বভৌমত্ব নেই। গতকাল বৃহস্পতিবার ফ্লোটিলার লাইভ ট্র্যাকার ও লাইভ প্রতিবেদনে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
এছাড়াও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক, আল জাজিরা এবং আনাদোলু নিউজের প্রতিনিধিরা এই তথ্য নিশ্চি করেছেন। খবর আল জাজিরা, রয়টার্স, আরব নিউজ, টি আর টি ওয়ার্ল্ড, আনাদোলু, ফার্স্টপোস্ট। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এ ছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। এই বহরে থাকা একমাত্র বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম এবং রুহি আখতার। রুহি আখতারের জন্ম ও বেড়ে উঠা যুক্তরাজ্যে হলেও তিনি বাংলাদেশি বংশোদ্ভূত। তিনি ‘রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস’ (RBB) নামক মানবিক সংস্থার প্রতিষ্ঠাতা।
ফ্লোটিলার আটক অধিকারকর্মীদের ‘কঠোর’ কারাগারে রাখতে পারে ইসরাইল: ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা অধিকারকর্মীদের আটকের পর উচ্চ-নিরাপত্তার ‘ কেটজিওট’ কারাগারে রাখতে পারে ইসরাইল। এই কারাগারটি ‘কঠোর’ ব্যবস্থার জন্য পরিচিত। লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের একজন ইসরাইলী আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ওমর শাটজ এমনটাই মনে করেন। শাটজ বলেন, ৫০০ কর্মীকে দক্ষিণ ইসরাইলের কেটজিওট কারাগারে রাখা হতে পারে। কেটজিওট একটি উচ্চ-নিরাপত্তা কেন্দ্র, যেখানে সাধারণত অভিবাসন বন্দীদের রাখা হয় না।
ম্যান্ডেলার নাতিকে আটক করেছে ইসরাইল ‘গুরুতর অপরাধ’ বলল দক্ষিণ আফ্রিকা: গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা নেলসন ম্যান্ডেলার নাতিকে আটক করেছে ইসরাইল। এ ঘটনার পর তেল আবিবের বিরুদ্ধে গুরুতর অপরাধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নেলসন ম্যান্ডেলার নাতিসহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। প্রেসিডেন্ট বলেন, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বাধাদান গাজার দুর্ভোগ দূরীকরণ এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত বৈশ্বিক সংহতি ও অনুভূতির বিরুদ্ধে ইসরায়েলের আরেকটি গুরুতর অপরাধ।’ রামাফোসা বলেন, আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলী বাহিনীর নৌবহর আটকে দেওয়া আইসিজে’র আদেশ লঙ্ঘন করেছে।
সুমুদ ফ্লোটিলায় ইসরাইলী হানা, অভিযোগ যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালতে: গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে ইসরাইলী বাহিনীর লঙ্ঘনের অভিযোগগুলো জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) পাঠানো হবে। ত্রাণ বহরের সঙ্গে থাকা আইনজীবীদের বরাতে ভূমধ্যসাগরে অবস্থিত একটি জাহাজে থাকা আল জাজিরার হাসান মাসুদ গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নৌবহরে থাকা আইনজীবীরা ইসরাইলের আন্তর্জাতিক মানবিক ও সামুদ্রিক আইন লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করছেন। ইসরাইলী লঙ্ঘনের অভিযোগগুলো আইসিজেতে পাঠানো হবে। হাসান মাসুদ বলেন, ‘আমরা সমস্ত ক্যামেরা পর্যবেক্ষণ করছি। আমরা নিশ্চিত করতে পারি, বেশ কয়েকটি নৌকা এখনো গাজায় পৌঁছানোর চেষ্টা করছে। এমনকি যদি কেবল একটি নৌকা গাজায় পৌঁছায়, তবুও এটি অবরোধ ভাঙার লক্ষ্য অর্জন করবে। তিনি আরও জানান, ইতালির সিসিলি থেকে রওনা হওয়ার পর আরেকটি নৌবহর এখন গাজার দিকে যাত্রা করছে। এটি ইঙ্গিত দিচ্ছে, কর্মীরা ক্ষুধার্ত ফিলিস্তিনি জনগণের কাছে পৌঁছানোর জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
ফিলিস্তিনের জলসীমায় ইসরাইলের কোনো কর্তৃত্ব নেই-পিএ পররাষ্ট্র মন্ত্রণালয়: গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরাইলের ‘আক্রমণ ও আগ্রাসনের’ নিন্দা জানিয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনের জলসীমার ওপর ইসরাইলের কোনো কর্তৃত্ব বা সার্বভৌমত্ব নেই। গতকাল বৃহস্পতিবার লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, অন্তত ২১টি নৌকা আটকের পর ফিলিস্তিন কর্তৃপক্ষ গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র স্মরণ করিয়ে দিচ্ছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ এবং বেসামরিক নেতৃত্বাধীন উদ্যোগ। এর লক্ষ্য গাজা উপত্যকায় ইসরাইলের অমানবিক এবং অবৈধ অবরোধ ভেঙে ফেলা এবং আন্তর্জাতিক আইন অনুসারে ইসরাইলের অনাহার নীতি ও গণহত্যার অবসান ঘটানো। এতে বলা হয়, ফিলিস্তিন রাষ্ট্র পুনর্ব্যক্ত করছে, আন্তর্জাতিক বিচার আদালতে ফিলিস্তিনে দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করা হয়েছে। ফিলিস্তিনের জলসীমার ওপর ইসরাইলের কোনো কর্তৃত্ব বা সার্বভৌমত্ব নেই।
ফ্লোটিলায় অবস্থান করা আল জাজিরার এক সাংবাদিক জানিয়েছেন, এই সময় জাহাজটিতে থাকা অধিকারকর্মী নিরাপত্তা প্রোটোকল মেনে তাদের ফোনগুলো সমুদ্রে ছুঁড়ে ফেলেন। ওই সংবাদদাতা পরে জানান, ইসরাইলী জাহাজটি এলাকা ছেড়ে চলে গেছে, যার ফলে নৌবহর ফের চলতে শুরু করে। তিনি আরও জানান, অল্প সময়ের জন্য বিচ্ছিন্ন থাকার পর আলমা জাহাজের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধার হয়েছে। এই বহরে ৫০টির বেশি নৌযান রয়েছে। নৌযানগুলোতে অবস্থান করছেন ৫০০-এর বেশি যাত্রী, যাদের নেতৃত্ব দিচ্ছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।
এদিকে গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়ে নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক পাকিস্তানি সিনেটর ও জামায়াত-ই-ইসলামির নেতা মুশতাক আহমদ খান। ইসরাইলী সেনারা বহরটিকে থামিয়ে জাহাজে ওঠার পর তাকে আটক করেছে বলে জানিয়েছে পাকিস্তান-ফিলিস্তিন ফোরাম। এছাড়াও গাজা উপত্যকায় চলমান নৃশংসতার বিষয়ে ইসরাইলী গণমাধ্যমের নীরবতা ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নেওয়া দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলমের প্রতি সম্মান জানিয়েছেন ঢাকার ফিলিস্তিন দূতাবাস। বাংলাদেশ সময় গত বুধবার রাতে ফিলিস্তিন দূতাবাসের ফেসবুক পোস্টে শহিদুল আলমের প্রশংসা করা হয়। বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ইসরাইল-হামাস সংঘাতপূর্ণ গাজার পথে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই যাত্রায় তার হাতে বাংলাদেশের পতাকা দেখা গেছে এবং তার পরিহিত পাঞ্জাবিতে ছিল আবু সাঈদের প্রতিচ্ছবি।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলাগুলোতে ইসরাইলি অভিযানের নিন্দা জানিয়ে একে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছে। ইস্তান্বুলের প্রধান প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, আটক ২৪ তুর্কি নাগরিকের ঘটনায় তারা তদন্ত শুরু করেছে। গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান আটকের ঘটনাকে ‘সমুদ্র দস্যুতা’ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। নিজ দলের একেপি (একে পার্টি)-এর সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় এ হামলা প্রমাণ করে যে ‘গাজায় (ইসরাইল) গণহত্যার যন্ত্র তার অপরাধ ঢাকতে উন্মত্ত হয়ে উঠেছে।’ তিনি আরও বলেন, গণহত্যাকারী নেতানিয়াহুর সরকার শান্তির সামান্যতম সুযোগকেও সহ্য করতে পারেন না। এরদোগান বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্ববাসীর সামনে গাজার নৃশংসতা এবং ইসরাইলের হত্যাযজ্ঞের চেহারা উন্মোচিত করেছে। আমরা আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের পরিত্যাগ করব না। যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও শান্তি পুনঃপ্রতিষ্ঠায় আমরা সর্বশক্তি দিয়ে কাজ চালিয়ে যাব।
এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ফ্লোটিলায় দুই কলম্বিয়ান নাগরিক আটক হওয়ার পর ইসরাইলের পুরো কূটনৈতিক প্রতিনিধিদলকে বহিষ্কার করেছেন এবং ইসরাইলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছেন।
এছাড়াও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও ইসরাইলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইসরাইলী বাহিনী ২৩ জন মালয়েশিয়ানকে আটক করেছে।
ঢাকার ফিলিস্তিন দূতাবাস তিনটি ছবি পোস্ট করে লিখেছে, গাজার ওপর ইসরাইলের অবরোধ ভাঙার উদ্দেশ্যে পাঠানো ‘ গ্লোবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলা’-তে অংশ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী, শিক্ষক ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। এই সাহসী অভিযানে অংশগ্রহণ করায় ফিলিস্তিন দূতাবাস তার প্রতি গভীর সম্মান জানাচ্ছে।