দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। গতকাল শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, মন্দির এবং পাড়া-মহল্লার মণ্ডপগুলোতে দেবীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্তরা।

হিন্দুধর্ম মতে, মাঘ মাসের শুক্লপক্ষের এই শ্রীপঞ্চমী তিথিতে অজ্ঞতার অন্ধকার দূর করে আলোকবর্তিকার পথ দেখাতে মর্ত্যে দেবী সরস্বতীর আবাহন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার থেকেই ঢাকঢোল, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠে পূজামণ্ডপগুলো। গতকাল সন্ধ্যায় সন্ধ্যারতি, শীতল ভোগ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আয়োজন করা হয়।

প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে মহাসাড়ম্বরে পূজার আয়োজন করা হয়েছে। হল প্রশাসনের কেন্দ্রীয় মণ্ডপসহ এ বছর ছোট-বড় মোট ৭৬টি মণ্ডপে পূজা উদযাপিত হয়েছে। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই পুণ্য আয়োজনে অংশ নেন। এ ছাড়াও রাজধানীর রামকৃষ্ণ মিশন, সিদ্ধেশ্বরী মন্দির, শাঁখারিবাজার, তাঁতিবাজার ও রমনা কালী মন্দিরসহ বিভিন্ন স্থানে বর্ণিল সাজে পূজা অনুষ্ঠিত হয়।

সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশ আমাদের সবার। ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।