পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে গতকাল রবিবার থেকে খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান। ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করেছেন। দীর্ঘ এ বিরতির পর সচিবালয়ে ফিরে কাজে ফিরেছেন সবাই, ফিরেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্যও। সকাল ৯টা থেকেই সচিবালয়ে আসতে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। শুরুতে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় শতভাগ কর্মকর্তা-কর্মচারীই কাজে যোগ দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্ধারিত সময়েই অধিকাংশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা অফিসে উপস্থিত হন। তবে কয়েকজন উপদেষ্টাকে সকাল ১০টার পর সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে।

অধিকাংশ উপদেষ্টাই অফিস খোলার দিনে উপস্থিত ছিলেন। অফিসে এসে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনেককে কোলাকুলি করতেও দেখা গেছে। ঈদের দীর্ঘ ছুটির পর সচিবালয়জুড়ে ফিরেছে প্রাণচাঞ্চল্য। কেউ কেউ ব্যাগ হাতে গ্রাম থেকে সরাসরি অফিসে এসে যোগ দিয়েছেন। তাদের কথায় ও আচরণে ছিল ঈদের আনন্দের রেশ। অফিসের স্বাভাবিক কার্যক্রমও শুরু হয়েছে পুরোদমে। অনেকেই বলছেন, আজকের দিনটি মূলত অফিস খোলার আনুষ্ঠানিকতা ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাতের দিন হিসেবে কাটছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে আজ দেশের সরকারি দফতরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল মোটামুটি স্বাভাবিক। যারা গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে গিয়েছিলেন, তারা বেশিরভাগই ঢাকায় ফিরে কাজে যোগ দিয়েছেন। প্রসঙ্গত, চলতি বছর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয় ৭ জুন । এর আগে ৪ জুন ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। পরদিন ৫ জুন থেকে শুরু হয় ঈদের ছুটি, যা শেষ হয় আজ ১৫ জুন । ফলে টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পান সরকারি চাকরিজীবীরা। সরকারি ছুটির পাশাপাশি দেশের সব গণমাধ্যমেও ছিল ঈদের ছুটি। সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সিদ্ধান্ত অনুযায়ী, গণমাধ্যমের ঈদের ছুটি ছিল ৫ দিন যা শেষ হয় ৯ জুন । এর আগে ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয় যে, ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হবে। পাশাপাশি ১৭ ও ২৪ মে, দুই শনিবার অফিস খোলা রাখা হয় ছুটির সমন্বয়ে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৭ মে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।