বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিশেষ সভাগত সোমবার বিকাল ৫টায় রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী বলেন, শিক্ষার্থীদের আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার পরীক্ষা পদ্ধতিতে অভিষেক ঘটে প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষার মাধ্যমে। এখান থেকে আনুষ্ঠানিক শিক্ষার জন্য প্রস্তুত হয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা সম্পন্ন করে একজন শিক্ষার্থী উচ্চ শিক্ষায় বা কর্মজীবনে প্রবেশ করে।

তিনি বলেন, বৃত্তি পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীর পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হয়। যার ফলে ভবিষ্যতে একজন শিক্ষার্থী মেধাবী হিসেবে গড়ে ওঠে। এই বৃত্তি পরীক্ষায় যদি সকল শিক্ষার্থীর অংশগ্রহণ সীমাবদ্ধ করা হয় তাহলে আগামী দিনে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। তাই আমরা সরকার এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরকে আহ্বান জানাচ্ছি সকল স্তরের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করুন।

জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, জাতীয় শিক্ষাক্রম রূপরেখার অভিলক্ষ্য অনুসারে প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনা বিকাশে কার্যকর, নমনীয়, সংবেদনশীল, জবাবদিহিমূলক, একীভূত ও অংশগ্রহণমূলক শিক্ষাব্যবস্থায় পরীক্ষা পদ্ধতি নিশ্চিতকরণ অপরিহার্য। যার মধ্যে অন্যতম একটি হলো বৃত্তি পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে মেধাবী শিক্ষার্থী হিসেবে গড়ে তোলার সুযোগ পায়। তাই বৃত্তি পরীক্ষায় সীমাবদ্ধতা তৈরী করা মানে মেধাবী শিক্ষার্থী তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তবর্তী সরকারের প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়াধীন আপনার অধিদপ্তরের মাধ্যমে সমতা বজায় রেখে শিক্ষার্থীদের শিখন অভিজ্ঞতা ও প্রয়োজনীয় সহায়তার মধ্যদিয়ে প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর পূর্ণ অংশগ্রহণের মাধ্যমে আসন্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।

সভায় উপস্থিত ছিলেন, বাআশিফের সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ড.আব্দুস সবুর মাতাব্বুর, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মনজুরুল হক, প্রাইমারি শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ ড. মো: সাখাওয়াত হোসাইনসহ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।