উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চিকিৎসাধীন আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ ৯ জন।
গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, উত্তরায় মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের দেখতে ব্রিটিশ হাইকমিশনারসহ নয়জনের একটি টিম এখানে এসেছে। বর্তমানে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকসহ বৈঠক চলছে। দুর্ঘটনায় চিকিৎসাধীন রোগীদের নিয়ে গত সপ্তাহে ব্রিটিশ মেডিকেল টিম আমাদের সঙ্গে কাজ করেছে বলেও জানান তিনি।