বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে শ্রমিক অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ দল ও প্রার্থীদের পাশে থাকবে দেশের শ্রমিক জনতা। শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি ও অধিকার রক্ষার প্রশ্নে এবার ঐক্যবদ্ধ অবস্থান নিতে প্রস্তুত শ্রমিক সংগঠন ও শিল্পাঞ্চলের শ্রমিকরা। শ্রমিক শ্রেণির রক্তঘামে গড়া এই দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে হলে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা অপরিহার্য। তাই আগামী নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের মাধ্যম নয়, বরং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামেরও একটি গুরুত্বপূর্ণ পর্ব।

গতকাল বুধবার ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে অঞ্চল পরিচালক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান-এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, গোলাম রাব্বানী, লস্কর মোহাম্মদ তসলিম, কবির আহমদ, মাস্টার শফিকুল আলম, মজিবুর রহমান ভূঁইয়া ও মনসুর রহমান প্রমুখ।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আইনী ভিত্তির ব্যবস্থা করা দরকার। জনগণের মতামত জানার জন্য নির্বাচনের আগে গণভোট করা উচিত। এতে জনগণের সত্যিকারের মত প্রকাশ পাবে এবং দেশের নীতি-নির্ধারণে তাদের অংশগ্রহণ নিশ্চিত হবে। গণভোটের মাধ্যমে দেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার পথও সহজ হবে।

শামসুল ইসলাম বলেন, দেশের শ্রমজীবী মানুষ চায় ন্যায় ও সমতার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠুক। তারা বিশ্বাস করে ইসলামি মূল্যবোধ তাদের জীবন এবং সমাজকে সুন্দরভাবে পরিচালিত করতে সাহায্য করে। তাই শ্রমিকরা আশা করে, আগামী নির্বাচনে দেশের নীতি-নির্ধারণে তাদের স্বার্থ ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। যদি তাদের স্বার্থ ও কল্যাণকে প্রধান্য দেওয়া হয়, তখন সমাজে সবার জন্য ন্যায় ও সমতা নিশ্চিত করা সম্ভব হবে। প্রেস বিজ্ঞপ্তি।