সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে পূর্বঘোষিত ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর রোববার (২২ জুন) অর্থ মন্ত্রণালয়ে ব্লকেড কর্মসূচি পালন করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সেই কর্মসূচি থেকেই এবার নতুন কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে।
ব্লকেড কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মচারীরা জানিয়েছেন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আগামীকাল সোমবার (২৩ জুন) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত সচিবালয়ে কলম বিরতি পালন করবেন তারা।
রোববার সচিবালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেন কর্মীরা। এর আগে গত বৃহস্পতিবার (২০ জুন) দুপুর সোয়া ১১টায়ও তারা বিক্ষোভে অংশ নেন এবং সেখান থেকেই অধ্যাদেশ বাতিলের জন্য সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। কর্মীরা সতর্ক করে বলেন, কোনো উপদেষ্টা যদি এই অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করেন, তবে তার পদত্যাগও দাবি করা হবে।
প্রসঙ্গত, গত ২৫ মে জারি হওয়া সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এ বলা হয়েছে, চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়েই চাকরিচ্যুত করা যাবে। এর আগে ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদিত হয়।
এই আইনের বিরুদ্ধে সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তার সংগঠনগুলো একযোগে আন্দোলনে নামেন। তাদের মতে, আইনটি ‘নিবর্তনমূলক’ ও ‘কালো আইন’। ঈদের ছুটি শেষে ১৬ জুন থেকে আন্দোলন আবারও তীব্র হয়, যা রোববার পর্যন্ত অব্যাহত রয়েছে।