ইসলাম প্রচার সমিতির বার্ষিক সাধারণ সভা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন (২০২৫-২০২৬ সেশনের) অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর শাহবাগস্থ কাটাবন কেন্দ্রীয় মসজিদ ক্যাম্পাসে সমিতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির চেয়্যারম্যান প্রফেসর ড. আবুল কালাম পাটওয়ারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাড: জসিম উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)।

সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মুহ: আবদুর রব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যপক ড. মোহাম্মদ শামছুল আলম।

সভায় গত ২০২৪ সালের আয়-ব্যয় হিসাব বিবরণী কোষাধ্যক্ষ এর পক্ষে উপস্থাপন করেন সমিতির হিসাব কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান। পরে সভায় তা পর্যালোচনা করে অনুমোদন করা হয়। সভায় সাধারণ সদস্যের মধ্য থেকে আলহাজ একরামুল হক, ডা: ইলিয়াস ফারুকী, ডা: কাজী মো: ইকবাল হোসেন এবং মো: মহিববুল হক ফরিদ সমিতির কর্মকাণ্ড উন্নয়নে পরামর্শ প্রদান করেন।

সভায় দ্বিতীয় অংশে সমিতির কার্যনির্বাহী পরিষদের (২০২৫-২০২৬ সেশনের) নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নূর নবী মানিক। তাঁকে নির্বাচনী কাজে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার প্রভাষক মো. ইমরান ও মো. আবুল বাশার। সভায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন সংক্রান্ত বিধিবিধান আলোচনা করে নির্বাচনের কাজ শুরু করেন। তিনি সভায় জানান যে, নির্বাচনের জন্য ঘোষিত তফশিল অনুযায়ী গত ২২/৪/২০২৫ তারিখে যাচাই যাচাই শেষে প্রাপ্ত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। উক্ত তালিকায় একটি পদের বিপরীতে কেবল মাত্র একজন প্রার্থী পাওয়া যায় অর্থাৎ কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন না। তাই সরাসরি নির্বাচনের প্রয়োজন হয়নি। এমতাবস্থায় চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী মো: আবুল কালাম পাটওয়ারী-কে চেয়ারম্যান এবং জসিম উদ্দিন তালুকদার-কে সাধারণ সম্পাদক করে (১১) এগারো সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন। উপস্থিত সাধারণ সদস্যবৃন্দ আলহামদুলিল্লাহ বলে তাঁদেরকে সমর্থন জানান। পরে নতুন চেয়ারম্যান মো. আবুল কালাম পাটওয়ারী আগামী দিনে দায়িত্বপালনে সকলের সহযোগিতা চেয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। পরিশেষে সভাপতি মহোদয় মহান আল্লার রহমত কামনা করে উপস্থিত সকলকে চলমান সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)