প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হৃদয় মিয়াজিকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলায় এজাহারভুক্ত আসামি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হৃদয় মিয়াজি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব। ওসি রাসেল সারওয়ার বলেন, র‌্যাব-১ এর টিম তাকে গ্রেপ্তার করে। বিকেল সাড়ে ৫টার পর পর বনানী থানায় হৃদয় মিয়াজিকে হস্তান্তর করে র‌্যাব। এর আগে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত রোববার মধ্যরাতে ঢাকার মহাখালী ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে পারভেজ হত্যায় তিনজনকে গ্রেপ্তার করে বনানী থানা-পুলিশ। তারা হলেন-মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। তারা কেউ ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, মামলার এজাহারে তাদের নাম নেই। এর আগে গত শনিবার বিকেল ৪টার পর রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে খুন হন জাহিদুল ইসলাম পারভেজ। তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহে।