‘আমরা জ্বালানির ক্ষেত্রে জীবাশ্ম জ্বালানি নির্ভর, যা পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমাদেরকে এই জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে। নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দিতে হবে। ডেসকো আওতাধীন সকল মসজিদ মাদরাসার ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য’ প্রধান অতিথির বক্তব্যে ডেসকো বোর্ডের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ( পিপিপি) জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম এ কথা বলেন।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কর্তৃক গতকাল বৃহস্পতিবার সকাল ১০.৩০টায় রাজধানীর একটি কনভেনশন হলে ঢাকার উত্তরাংশে ডেসকো’র ভৌগলিক এলাকার সকল মসজিদের সম্মানিত ইমাম/ মুয়াজ্জিন ও মসজিদ কমিটির প্রতিনিধিগণের সঙ্গে ‘সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার’ সংক্রান্ত মত বিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সচিব বলেন, ‘ এখানে আপনাদের ৫০০ মানুষকে জানানো মানে আপনার মাধ্যমে বিভিন্ন এলাকায় ৫০০ হাজার মানুষের কাছে পৌঁছানো ‘। মসজিদের ইমাম, খতিব সাহেবদের সমাজের উপর যথেষ্ঠ প্রভাব রয়েছে। অনেক সময় পারিবারিক বিষয় নিয়েও মানুষ আপনাদের সঙ্গে শেয়ার করেন। আপনারা শুক্রবারে খুদবা’র সময় যদি বিদ্যুৎ সাশ্রয় নিয়ে সামাজিক সচেতনতামূলক কথা বলেন তাহলে সেগুলো মানুষ আমলে নিয়ে বিদ্যুৎ সাশ্রয়ীতে উৎসাহিত এবং সচেতন হবেন। আপনারা ইতোমধ্যে অনুভব করেছেন, পবিত্র মাহে রমজান, ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং চলমান গ্রীষ্মকালে সরকারের আন্তরিকতা, ঐকান্তিক চেষ্ঠা, সত্যতা এবং জবাবদিহির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের যথেষ্ট উন্নয়ন সম্ভব হয়েছে । সরকার বিদ্যুৎ খাতে প্রচুর ভর্তুকি দিচ্ছে । অথচ প্রত্যন্ত অঞ্চলে রাস্তা ঘাট, ব্রীজ, হাসপাতাল এমন অনেক জরুরী কাজে অর্থ প্রয়োজন । আমরা প্রয়োজনের অধিক বিদ্যুৎ অপচয় না করলে সরকারের খরচ কমবে যা অন্যান্য জরুরী কাজে ব্যবহৃত হতে পারে।‘

উক্ত মতবিনিময় সভায় মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন মসজিদ কমিটির প্রতিনিধিগণ তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।

বনানী সেন্ট্রাল জামে মসজিদের ইমাম মওলানা মো: আবুল কালাম আজাদ বলেন,’ এ ধরনের আয়োজন এই প্রথম। আমরা এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই।’

রুপনগর আবাসিক এলাকার মসজিদের ইমাম মো: জাহিদুল ইসলাম এ আয়োজনের প্রশংসা করেন। উত্তরা পশ্চিম তুরাগ এলাকার এক মসজিদের প্রতিনিধি বিদ্যুৎ বিল কমানোর সুপারিশ করেন।

আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক অনুষ্ঠানের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ এনডিসি, পিএসসি (অবঃ)। তিনি পবিত্র কোরান শরীফের একটি আয়াত তর্জমা করে সকলকে অপচয় থেকে বিরত থাকতে বলেন । তিনি সবাইকে সচেতন হতে এবং নিজ নিজ এলাকার বাসিন্দাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে উৎসাহী করার জন্য অনুরোধ করেন। তিনি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ক্ষেত্রে করণীয় বিষয়গুলো প্রেজেন্টেশনের মাধ্যমে অনুষ্ঠানে তুলে ধরেন । এছাড়া ডেসকো’র সামগ্রিক অবস্থা ও সিস্টেম লস কমিয়ে আনার জন্য ডেসকো’র সকল কর্মকর্তা- কর্মচারীদের ধন্যবাদ জানান ।

অনুষ্ঠানে ডেসকো’র নির্বাহী পরিচালকগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । প্রেসবিজ্ঞপ্তি।