রাজধানীর মধ্য বাড্ডায় স্থানীয় বিএনপি নেতা কামরুল আহসান সাধন হত্যার ঘটনায় নিহতের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ মামলায় আসামীদের অজ্ঞাত পরিচয় দেখানো হয়েছে। গতকাল সোমবার বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে এ মামলা করা হয়।
পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, সিসি ক্যামেরা ফুটেজে যে দুজনকে গুলী করতে দেখা গেছে, তাদের শনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের পাশাপাশি র্যাব ও ডিবি কাজ করছে।
রোববার রাত ১২টার দিকে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুলকে বাড্ডার গুদারাঘাট এলাকায় গুলী করে হত্যা করা হয়। গতকাল সোমবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত করা হয়। নিহত কামরুলের বাসা গুদারাঘাট এলাকায়। তিনি এলাকায় ডিসের ব্যবসা করতেন। ডিস ব্যবসার বিরোধে হত্যাকান্ডটি ঘটতে পারে বলে পুলিশ ও পারিবারিক সূত্র থেকে ধারণা করা হচ্ছে।