বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সরকারি কাজে বাধা প্রদান ও গুলী করে মেরে ফেলার হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। গত ২৪ জুন মতিঝিলে ওয়াপদা ভবনের ১০ তলায় অবস্থিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ক্রয় পরিদপ্তরে এ ঘটনা ঘটে।
গতক ২৪ জুন দুপুর সাড়ে ৩টায় আনিস নামের এক ব্যক্তি বিউবো’র ক্রয় পরিদপ্তরের পরিচালক প্রকৌশলী মো. নান্নু মিয়ার কক্ষে জোরপূর্বক প্রবেশ করে তাঁকে সরকারি কাজে বাধা প্রদান করেন। এ সময় এস. কমার্শিয়াল এন্টারপ্রাইজ নামক কোম্পানির বিপক্ষে পূর্বে গঠিত কমিটির সদস্য হিসেবে প্রতিবেদন না দেয়ার জন্য তাঁকে চাপ প্রয়োগ করা হয়। এক পর্যায়ে পরিচালক, ক্রয়কে পিস্তল বের করে গুলী করে মেরে ফেলার হুমকি দেয়া হয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। ঐ ব্যক্তি এস. কমার্শিয়াল এন্টারপ্রাইজ এর মো. সাইফুল ইসলামের পক্ষে এসেছেন বলে উল্লেখ করেন। এসময় মেসার্স টেকনোটেক কোম্পানির খালেদসহ মাস্ক পরা অবস্থায় অপর এক ব্যক্তি পরিচালকের কক্ষের বাইরে অবস্থান করছিলেন। এ ঘটনায় মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।