কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ তেতাভূমি গ্রামের বড় হুজুরের (মাও:আব্দুর রহমান রহ:) বাড়ীর বাসিন্দা উত্তর তেতাভূমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: মোখলেছুর রহমান (৫৭) এবং তাহার ছেলে মশিউর রহমান (১৮) এর উপর বিবাদিগণ পূর্ব পরিকল্পনার প্রেক্ষিতে অতর্কিত হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টা করে।
জনাব মোখলেছুর রহমান জানান আগে থেকেই বিবাদিগণ আমি এবং আমার পরিবারের লোকজনদের অশালীন ভাষায় গালমন্দ করে এবং ইতিপূর্বে অনেকবার মারধর করে আসছে। গতকাল রোববার হটাৎ আনুমানিক বেলা ১১টায়, পরিকল্পিতভাবে আমাকে এবং আমার ছেলেকে ধারালো অস্ত্র,দা দিয়ে ১নং স্বাক্ষী আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে কোপ মেরে মারাত্নক আহত করে তাকে বাঁচানোর জন্য আমি এগিয়ে আসলে ঐ কোপ আমার মাথার বাম পাশে পরে এবং আমিও মারাত্নক আহত হয়ে এখন আমার ছেলেসহ হসপিটাল চিকিৎসাধীন রয়েছি।এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীগণ। যা হুবহু তুলে ধরা হলো।
এ বিষয়য়ে বাদীর জামাতা মাওলানা আবদুর রশিদ জামি এবং নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান এটি একটি পূর্ব পরিকল্পিত শত্রুতার বহিঃপ্রকাশ। ভিকটিম সভ্রান্ত ধার্মিক পরিবারের সন্তান তার বাবা ছিলেন বিখ্যাত ইসলামি চিন্তাবিদ ও শায়খুল হাদিস, এলাকায় বড় হুজুর নামে পরিচিত। তারা আরো বলেন বাদী পক্ষ স্কুলের প্রধান শিক্ষক পাশাপাশি একজন আলেম। এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।তাদের দাবী ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেফতার পূর্বক উপযুক্ত শাস্তি প্রদান করা।