কওমি মাদরাসার স্বীকৃত সনদধারীরা এখন থেকে নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে আবেদন করতে পারবেন। সরকার আইন সংশোধন করে এই সুযোগ উন্মুক্ত করেছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন। গতকাল রোববার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
তিনি জানান, এতদিন কাজি পদে আবেদন সীমাবদ্ধ ছিল শুধুমাত্র আলিম সনদধারীদের জন্য। নতুন সিদ্ধান্তের ফলে দাওরায়ে হাদিসসহ কওমি ডিগ্রিধারীদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পথ তৈরি হলো।
আইন উপদেষ্টা জানান, কওমি সনদধারীদের রাষ্ট্রীয় কাজে অংশ নেয়ার সুযোগ দেয়া সময়ের দাবি ছিল। দেশের স্বীকৃত ইসলামি উচ্চশিক্ষা অর্জনকারীদের ন্যায়সংগতভাবে সুযোগ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। আইন সংশোধনের ফলে রোববার থেকেই কওমি বোর্ড স্বীকৃত দাওরায়ে হাদিস সনদধারীরা নিকাহ রেজিস্ট্রার পদে আবেদন করতে পারবেন। কওমী মাদরাসা বাংলাদেশে প্রচলিত প্রধান দুই ধারার মাদ্রাসার মধ্যে একটি।