সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় শুরু হলো ৪ দিনব্যাপী ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫’। যেখানে একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য, ইলেক্ট্রনিকস পণ্য, কসমেটিকস, জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, প্রযুক্তিপণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যারসহ দক্ষিণ এশিয়ার সেরা ব্র্যান্ডগুলোর পণ্য ও সেবা। গত বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
মেলার আয়োজন করেছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই)। এতে সহযোগিতা করেছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এই মেলাকে দক্ষিণ এশিয়ার দেশগুলো এবং ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে নতুন নতুন ধারণা, জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা আদান-প্রদানের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি আশা করি দক্ষিণ এশিয়ার দেশগুলোর এই মিলন মেলা আমাদের আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
এ ধরনের বাণিজ্য মেলা শুধু দ্বিপাক্ষিক উদ্যোগে আয়োজন না করে দুবাইয়ের মত অন্যান্য বড় শহরগুলোতে আয়োজন করার পরামর্শ দেন রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর ভাইস চেয়ারম্যান হাসান আরিফ। স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে মেলা আয়োজন এবং তাদের পণ্য ও সেবাগুলোর ব্র্যান্ডিং বিষয়ে ইপিবির পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এর সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বিশ্ব বাণিজ্য দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসতে শুরু করেছে। আঞ্চলিক বাণিজ্য এবং অর্থনীতিকে শক্তিশালী করতে আমাদের আরও সাংগঠনিকভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে সার্ক সেক্রেটারিয়েটের (ইকোনমি, ট্রেড এবং ফাইন্যান্স) পরিচালক ভাবেশ আর ত্রিভাদি বলেন, সমগ্র এশিয়ার অর্থনীতিতে দক্ষিণ এশিয়ার অবদান উল্লেখযোগ্য। নিজেদের মধ্যে শুক্তিশালী নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি গড়ে তোলার মাধ্যমে এই অঞ্চলের বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব বলে জানান তিনি।
আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোকে নিজেদের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার আহ্বান জানান এফবিসিসিআই এর মহাসচিব মো. আলমগীর। বাণিজ্য বাধা দূর করা এবং নিজেদের মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যমে দক্ষিণ এশিয়াকে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্লক হিসেবে গড়ে তোলা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের ব্যবসায়ী নেতা, কূটনীতিক, সার্ক চেম্বার এবং এফবিসিসিআইর প্রতিনিধি ও অন্যান্যরা।