দীর্ঘ ৯ বছর পর সুপ্রিম কোর্টে ফিরলেন স্বৈরাচার সরকারের আমলে আয়নাঘরে থাকা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই তথ্য নিশ্চিত করেছেন ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। ব্যারিস্টার আরমান লিখেছেন, দীর্ঘ ৯ বছর পর সুপ্রিম কোর্টের পুরাতন বার ভবনের ৩৫২ নম্বর রুমে। আমার পিতৃতুল্য সিনিয়র ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যারের হাত ধরে ২০০৯ সালে এইখান থেকেই শুরু হয় আমার আইন যাত্রা। বুধবার সুপ্রিম কোর্টে বাংলাদেশ জামায়াতের ইসলামীর নিবন্ধন মামলার শুনানিতে পুরো সময় জুড়ে আপিল বিভাগে উপস্থিত ছিলেন তিনি। উল্লেখ্য, গত নয় বছর যাবত গুম হয়ে আয়নাঘরে বন্দী ছিলেন তিনি।
মানবাধিকারকর্মী কেনেডির সঙ্গে সাক্ষাৎ : মার্কিন যুক্তরাষ্ট্রের আইনজীবী, লেখক এবং মানবাধিকারকর্মী মেরি কেরি কেনেডির কাছে ‘আয়নাঘর’ এ বন্দী দশায় ৮ বছর কাটানোর দুঃসহ যন্ত্রণাময় দিনগুলোর বর্ণনা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমাদ বিন কাশেম। মঙ্গলবার কেরি কেনেডি তার সঙ্গে দেখা করতে গেলে ‘আয়নাঘর’-এর বিভীষিকাময় দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে মীর আহমাদ কান্নায় ভেঙে পড়েন। এসময় আবেগাপ্লুত কেরি তাকে সান্ত¡না দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান।
স্ট্যাটাসে তিনি লেখেন, যখন কেরি কেনেডি ‘আয়নাঘর’-এ মীর আহমাদ বিন কাশেমের সঙ্গে সাক্ষাৎ করেন যেখানে তিনি অন্ধকার ও বন্দীত্বে কাটিয়েছেন দীর্ঘ আট বছর তখন সেই মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ।
কেরি কেনেডি, রবার্ট এফ. কেনেডির কন্যা এবং জন এফ. কেনেডির ভাতিজি, যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন আরএফকে সেন্টারের প্রধান। শেখ হাসিনার ১৫ বছরের দুর্নীতিগ্রস্ত ও দমনমূলক শাসনামলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরতে নেতৃত্ব দেন তিনি।