গত ৫ জুলাই শনিবার রাজধানী ঢাকায় বসবাসরত ফেনী সদরের বাসিন্দাদের নিয়ে ফেনী সদর অ্যাসোসিয়েশন ঢাকা নামে এই প্রথম কোনো একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। ফেনী ক্লাব ঢাকা লি.-এর সহ-সভাপতি আনোয়ারুল কামরানের সভাপতিত্বে শহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ফোরাম ঢাকার সভাপতি কবির আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিকিউরিটিস লি:-এর বোর্ড অব চেয়ারম্যান ব্যারিস্টার রেদোয়ান হোসাইন ও এসএ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বুরহান উদ্দিন ফয়সল ও কানাডা প্রবাসী মাসুদ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিনকে সভাপতি এবং তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা মুহাম্মদ নাসির উদ্দিন রুমেলকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য ২৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কার্যকরি কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি যথাক্রমে আনোয়ারুল কামরান, ড. সামছু উদ্দিন ফরহাদ, আলা উদ্দিন মিয়াজী, মফিজুর রহমান মুন্না ও আরমান শাহাদাত জনি, সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে ফয়জুল্লাহ নোমানী ও মো. এমরানুল হক, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সোহেল, সহসাংগঠনিক সম্পাদক হাফিজ উল্লাহ খান, অর্থ সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া, অফিস সম্পাদক আইয়ুব আলী মামুন, প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুর রহিম, আইন সম্পাদক অ্যাড-ভোকেট ওমর ফারুক, শিক্ষা ও ছাত্রকল্যাণ সম্পাদক ইঞ্জি. তানভীর হোসেন, আইটি সম্পাদক ইঞ্জি. শাহজালাল, মিডিয়া সম্পাদক রাশেদুল হাসান, সহমিডিয়া সম্পাদক হোসাইন আরমান, প্রকাশনা সম্পাদক ইঞ্জি. আলাউদ্দিন আদর, সুস্থতা ও চিকিৎসাবিষয়ক সম্পাদক ডা. মেছবাহ উদ্দিন, সমাজসেবা সম্পাদক অ্যাডভোকেট শেখ সাইফুদ্দিন ফিরোজ, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা ইয়াছিন আরাফাত, শিল্প ও বাণিজ্য সম্পাদক আরিফুল হাসান টিটু কার্যনির্বাহী সদস্য যথাক্রমে ইঞ্জি. আনোয়ার উল্যাহ, ইঞ্জি. তাকদিরুল আলম, সাইফুল ইসলাম লিখন, আসাদ আল করিম ও নাসির উদ্দিন। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন নবগঠিত কমিটির সবার সহযোগিতা কামনা করেন ও ফেনী সদরের আওতাধীন সব ইউনিয়ন ও পৌরসভার মৌলিক সমস্যা চিহ্নিত করার আহ্বান জানান।

বিশেষ করে শিক্ষা ও চিকিৎসাসংক্রান্ত কার্যক্রমে ‘ফেনী সদর অ্যাসোসিয়েশন ঢাকা’ ভূমিকা রাখবে বলে আশ্বস্ত করেন। প্রেসবিজ্ঞপ্তি।