জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ চারুশিল্পী পরিষদ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহিম মন্ডল এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুফাচ্ছির আহমদ ফয়েজী’র পরিচালনায় অনুষ্ঠিত পরিষদের সাধারণ সভায় উক্ত কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে : ১লা জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের নির্মমতার উপর পেইন্টিং, গ্রাফিতি, ক্যালিগ্রাফি, ও পোস্টার তৈরি। ২১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত বিভাগীয় কমিটি গঠন। ৩১ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত আলোচনা সভা ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা। ৬ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত জেলা কমিটি গঠন। ২৩ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত জুলাই বিপ্লবের উপর নির্মিত চিত্রকর্ম প্রদর্শনী, স্থান: নলিনিকান্ত ভট্টশালী গ্যালারি, জাতীয় জাদুঘর, শাহবাগ। প্রদর্শনীতে দেশের খ্যাতিমান শিল্পীগণ অংশগ্রহণ করবেন।