জয়পুরহাট সংবাদদাতা : ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে শিবিরের নেতা-কর্মীদের ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত করে আদর্শ সমাজ গঠনে ইসলামের সুমহান দাওয়াত সকল ছাত্রের মাঝে বন্ধুসুলভ ও উত্তম আচরণের মাধ্যমে পৌঁছাতে হবে।

তিনি গতকাল মঙ্গলবার জয়পুরহাট তালীমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখায় আয়োজিত উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা সভাপতি মো. জুয়েল হোসেনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. তারেক হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজুয়ানুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি শহর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক মো. ফখরুল ইসলাম, ঢাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান, সাবেক জেলা সভাপতি সাজেদুর রহমান সাজু সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা আমীর শিবিরের সংগঠনের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরে ছাত্রসমাজকে আদর্শবান ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। "দাওয়াত ও প্রশিণ মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গর্বিত হবে সমাজ, সফল হবে আন্দোলন’ এই স্লোগান বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সারা দেশে কাজ করে যাচ্ছে এবং আদর্শ সমাজ গঠনে সঠিক নেতৃত্বের মাধ্যমে কাক্সিক্ষত পরিবর্তন শিবির নেতাকর্মীদের এগিয়ে আসার আহবান জানানো হয়। সমাবেশে জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৩শত প্রতিনিধি উপস্থিত ছিলেন।