হজের বুকিং দিলে ওমরাহ ভিসা ফ্রি। এ ধরনের অফারসহ নানা অফার নিয়ে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে জাতীয় হজ্ব ও ওমরাহ মেলা। সেখানে ১৫৪টি স্টলে নানা আয়োজন নিয়ে বসেছে সরকার অনুমোদিত হজ এজেন্সীগুলো। মানুষজন এসে জেনে যাচ্ছেন বিভিন্ন তথ্য। অনেকে হজে¦র বুকিং দিচ্ছেন আবার অনেকে ওমরাহ করার জন্য নাম লেখাচ্ছেন।
গতকাল শুক্রবার বিকেলে সরেজমিন মেলায় গিয়ে দেখা যায়, মেলা বেশ জমে উঠেছে। স্টলে স্টলে মানুষের ভিড়। ছোট বড় অনেকেই সেখানে এসেছেন। এজেন্সিগুলো তাদের লিফলেট ও প্যাকেজ সম্বলিত তথ্য তুলে ধরছেন আগতদের কাছে। ৭৮ থেকে ৮১ নং স্টলে বসেছে দি সিটি ট্রাভেলস। তারা অফার দিচ্ছেন, হজে¦র বুকিং দিলে ওমরাহ ভিসা দিচ্ছেন ফ্রি। প্রতিষ্ঠানটির কর্মকর্তা ওসমান সামী বলেন, ৩০ হাজার টাকা দিয়ে হজে¦র বুকিং দিলে ওমরাহ ভিসা ফ্রি করে দেয়া হবে। যে কোন সময় ওমরাহ করতে পারবেন। ওমরাহ ভিসায় খরচ হয় ২০ হাজার টাকা। এ ধরনের আরো বিভিন্ন অফার রয়েছে এজেন্সী গুলো। গত বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় হজ¦ ও ওমরাহ মেলার। মেলার উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আজ শনিবার মেলার সমাপ্তি হবে। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিমান পরিবহন উপদেষ্টা বশির উদ্দিন। হাব মহাসচিব ফরিদ আহমেদ জানান, মেলায় অংশগ্রহণকারীরা বিভিন্ন হজ¦ প্যাকেজ যাচাই করে মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি এজেন্সির সঙ্গে চুক্তি করতে পারবেন। প্যাকেজে মিলবে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়। তিনি বলেন, ২০২৬ সালের হজ রোডম্যাপের বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিস ও মুয়াল্লিমের মাধ্যমে বাসা ভাড়ার নিয়ম হাজিদের ব্যয় বাড়াতে পারে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। হাব জানায়, বেশির ভাগ হজযাত্রী গ্রামীণ এলাকার হলেও এজেন্সিগুলোর কার্যক্রম ঢাকাকেন্দ্রিক। এ মেলার মাধ্যমে দেশের সব হজ এজেন্সি ও হাজিদের মধ্যে যোগাযোগের সুযোগ তৈরি হবে। উল্লেখ্য, তিন দিনব্যাপী এ মেলায় মোট ১৫৪ টি স্টল রয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমের সাথে সম্পৃক্ত ব্যাংকসমূহ এই মেলায় হজ¦ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম ও তথ্যসেবা প্রদর্শন করছে। এছাড়া, হজের প্রাথমিক নিবন্ধনের সুযোগও রয়েছে মেলার স্টলসমূহে।