নীলফামারী সংবাদদাতা : ধর্ষণের বিচার চেয়ে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছেন সৈয়দপুর রেলকারখানার অস্থায়ী ভিত্তিতে চাকরি করা এক অফিস সহকারী। তিনি সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা।
সম্প্রতি নীলফামারী প্রেস ক্লাবে লিখিত বক্তব্যে ওই নারী জানান, চাকরির সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচয় হয় রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা মাগুরা জেলার বাসিন্দা আনসার আলীর সাথে। তিনি মোহাম্মদপুর চরপাটুরিয়া এলাকার সফিজ উদ্দিন শেখের ছেলে।
সাংবাদিক সম্মেলনে ধর্ষণের শিকার ওই নারী অভিযোগ করেন, আমার চাকরি স্থায়ীকরণ এবং আমাকে বিয়ের আশ^াস দিয়ে কয়েক দফায় ধর্ষণ করেন।
এ নিয়ে একটি মামলা সৈয়দপুর থানায় দেয়া হয়েছে এবং লিখিত অভিযোগ রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন জানান, মামলার বাদীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলাটি তদন্তাধীন অবস্থায় রয়েছে। দ্রুত আদালতে চার্জশীট প্রদান করা হবে।
তবে ধর্ষণের শিকার নারীর অভিযোগ নিয়ে জানতে চাইলে রেল কর্মকর্তা আনসার আলীর সাথে কয়েকদফায় যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।