শাহজাহানপুর রেলওয়ে কলোনীতে লাইনে পানি না থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ সুপেয় পানি বিতরণ কার্যক্রম চালু করেছে।
গতকাল শুক্রবার সকালে শাহজাহানপুর পূর্ব থানা জামায়াত আয়োজিত সুপেয় পানি বিতরণকালে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী চারদফা কর্মসূচির মধ্যে অন্যতম হলো আত্ম মানবতার সেবায় নিজেকে নিয়েজিত রাখা এরই অংশ হিসেবে শাহজাহানপুর কলোনীবাসীর মাঝে সুপেয় পানি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। যতদিন লাইনে পানি সরবরাহ না থাকবে জামায়াত ততদিন সুপেয় নিরাপদ পানি ওয়াসার মাধ্যমে সরবরাহ করে যাবে। আগামী জাতীয় নির্বাচনে সৎ নেতৃত্ব আসলে সাধারণ মানুষের সকল সমস্যার সমাধান হবে। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনে সাহসী ভূমিকা রাখার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের যে অবসান ঘটেছে তার লক্ষ্যই ছিল গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সুতরাং অসংখ্য শিশু-কিশোর, ছাত্র-জনতার জীবন ও পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত এই বিপ্লব বা গণঅভ্যুত্থানকে কোন চাঁদাবাজ দুর্নীতিবাজদের হাতে বিলীন হতে দেওয়া যাবে না। আমরা দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দুর্নীতি মুক্ত সোনার বাংলা গড়ে তুলবো।
কলোনীর বাসিন্দাদের দুর্ভোগের কথা চিন্তা করে জামায়াতের এমন উদ্দ্যোগকে স্বাগত জানায় স্থানীয় বাসিন্দারা।
এসময় আরও উপস্থিত ছিলেন, শাহজাহানপুর পূর্ব থানা আমীর, ঢাকা মহানগর কর্মপরিষদ সদস্য মওলানা শরিফুল ইসলাম, থানা শূরা সদস্য আব্দুল খালেক, শাহাদাত হোসেন, শাহজাহানপুর পশ্চিম থানার সাবেক সেক্রেটারি ইবরাহিম খলিল মহসিন, ১২ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শ্রমিক নেতা মোশাররফ হোসেন চঞ্চল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।