চলতি মাসের শুরু থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার পর্যন্ত পাঁচদিনে ২২৩ জনকে বাংলাদেশে পুশ ইন করিয়েছে ভারত। সর্বশেষ বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও সংখ্যাটি ৫৪ থেকে ৫৬ বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৪ থেকে ৭ মে বাংলাদেশের পাঁচটি জেলা দিয়ে ১৬৭ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারত। তাদের মধ্যে ৭৩ জনকে খাগড়াছড়ি, ৪৬ জনকে কুড়িগ্রাম, ২৩ জনকে সিলেট, ১৫ জনকে মৌলভীবাজার, ১০ জনকে চুয়াডাঙ্গায় পুশ ইন করা হয়েছে। এ ছাড়া খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এক দিনেই অন্তত ১১০ জনকে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। তাদের মধ্যে মাত্র আটজন নিজেদের বাংলাদেশী বলে পরিচয় দিয়েছেন, বাকি সবাই রোহিঙ্গা ও ভারতের গুজরাটের বাসিন্দা বলে জানিয়েছেন। কূটনৈতিক সূত্র জানায়, ভারতের একটি বিমান সংস্থার অনির্ধারিত ফ্লাইটে বিএসএফের তত্ত্বাবধানে প্রায় ২০০ লোককে গুজরাট থেকে ত্রিপুরায় নেয়া হয়। তাদের একটি অংশকে সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।

এদিকে বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে দুইদিনে প্রায় শতাধিক মানুষকে ঠেলে দিয়েছে বিএসএফ। এর মধ্যে ৪৪ জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আটককৃতদের পরিচয়ও মিলেছে। তারা বাংলাদেশী বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার আটককৃতদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে ৩৫ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার ও বৃহস্পতিবার উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায় শতাধিক মানুষ অনুপ্রবেশ করেছেন। অনুপ্রবেশকারী লোকজন অ্যাম্বুলেন্সে করে বড়লেখা ত্যাগ করেন। কেউ কেউ দালালের মাধ্যমে সিএনজি চালিত অটোরিকশা যোগে অন্যত্র চলে যান। এরমধ্যে ৪৪ জনকে আটক করে বিজিবি। গতকাল শুক্রবার আটককৃতদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা জানিয়েছেন, তারা গত বছরে বিভিন্ন সময় কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন। সম্প্রতি ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে বিএসএফ তাদের জোর করে বর্ডার পার করে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। সীমান্তের ওপারে তাদের মতো আরো অনেককে পুশইন করার জন্য বিএসএফ ধরে রেখেছে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান শুক্রবার বিকেলে বলেন, বড়লেখা সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রেবশের সময় ৪৪ জনকে বিজিবি আটক করেছে। আটককৃতরা বাংলাদেশী। শুক্রবার আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। তাদের পরিচয়ও পাওয়া গেছে। আটককৃতদের মধ্যে ৩৫ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বাকি ৯ জনের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। তাদেরও পরিবারের জিম্মায় দেয়া হবে।