ভারতীয় মিডিয়া মিথ্যা সংবাদ দেয়, গুজব রটায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভারতীয় মিডিয়া মিথ্যা বলায় চ্যাম্পিয়ন। তাদের কিছু মিডিয়ার কাজই হচ্ছে বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার। বাংলাদেশের মিডিয়ার সত্য প্রচারের মধ্য দিয়ে এর জবাব দিতে হবে। তাই আপনাদের (সাংবাদিকেরা) সঠিক সংবাদ দিয়ে গুজবকে হটাতে হবে।’ গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
পাহাড়ে সব সহিংসতার মূলে চাঁদাবাজি- এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল সহিংসতার মূল কারণ চাঁদাবাজি। এই চাঁদাবাজি বন্ধ করা না গেলে পার্বত্য চট্টগ্রামে সহিংসতা বন্ধ করা যাবে না। কোট-স্যুট পড়া লোকেরাই বড় বড় কথা বলে এসব জিইয়ে রাখে। কোনো অবস্থাতেই এসব চাঁদাবাজি-সন্ত্রাস বরদাশত করা হবে না। কঠোর হাতে এদের দমন করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
যত তাড়াতাড়ি সম্ভব পাহাড় ও সমতলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের সময় সমতলে অনেক থানা থেকে অস্ত্র লুট হয়েছে। সেগুলো এখনো উদ্ধার হয়নি। এ অস্ত্রগুলো উদ্ধার করা গেলে অনেক সমস্যার সমাধান হবে। তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কেউ আইন হাতে নিলে ছাড় দেওয়া হবে না।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পার্বত্যাঞ্চলের জীবনমানের উন্নয়ন দরকার। গরিবের জন্য যেসব টাকা বরাদ্দ দেওয়া হয়, সেগুলো যেন সঠিকভাবে পৌঁছায়। তার জন্য মনিটরিং করা হবে। কোনো অবস্থাতেই দুর্নীতি টলারেট করা হবে না। তবে এখানে সাধারণ মানুষের জীবনমানের যতটুকু উন্নতি হয়েছে, তা সেনাবাহিনীর দ্বারা হয়েছে।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন, সাজেক বিওপি এবং রাঙামাটি সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন। এ ছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া সাজেক পর্যটনকেন্দ্র ও ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের স্থান পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, জেলা পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার।
সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা হেলিকপ্টারে রাঙামাটির সাজেক ও বাঘাইহাট বিজিবির বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সঙ্গেও সাক্ষাৎ করেন।