কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সাম্প্রতিক সময়ের ঝটিকা মিছিল কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মধ্যেই সীমাবদ্ধ আছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। ক্ষমতাচ্যুত দলটির এই কার্যক্রমে আতঙ্কিত হওয়ার কিছু না বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলছিলেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, গত ১৫-২০ দিন তো মিছিল হয়নি। যারা মিছিল করছে তারা বিভিন্ন শহর থেকে নাইট করতে আসে। কোনো এক জায়গায় দাঁড়ায়। ব্যানার পকেটে রাখে। হাফ মিনিট বা এক মিনিট ব্যানারটা একটু ভিডিও করে ফেইসবুকে দিয়ে দেয়। সবাই মনে করে একেবারে যে কি মিছিল টিছিল হয়ে গেল। সোশাল মিডিয়ার এই যুগে, সোশাল মিডিয়া এখন সো স্ট্রং। এখন কোথাও একটা কিছু হলে ভাইরাল হয়ে যাচ্ছে। এটা মেনে নিতে হবে। প্যানিক হওয়ার কোন কারণ নেই।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে বলেও জানিয়েছেন বাহিনীর এই কর্মকর্তা। সামনে একটা নির্বাচন আসছে, পুলিশ তার দায়-দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

গত ১৭ বছরে বড় ধরনের কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি মন্তব্য করে তিনি বলেন, আমাদের লোকজন তো অভ্যস্ত না। যে প্র্যাকটিস আগে ছিল মানে গত ৩-৪ টি কেয়ারটেকার সরকারের সময় যে প্রশিক্ষিত ছিল কিন্তু গত ১৭ বছরে তো চেঞ্জ। দুই লাখ পুলিশের মধ্যে অর্ধেকই এই সময়ে নিয়োগপ্রাপ্ত। তারাতো নির্বাচন কি জানেই না। তারাও তো কোনদিন ভোট দিতে পারেনি এরকম বহু।

সাজ্জাদ আলী বলেছেন, পুলিশের অনেক সদস্যই নির্বাচনের দায়িত্ব কীভাবে পালন করতে হয় জানেন না বলে আগামী নির্বাচনকে কেন্দ্র করে প্রশিক্ষণ চলছে।

শতভাগ ‘নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে’ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন সাজ্জাদ আলী। তিনি বলেন, এবারের নির্বাচনকে ঘিরে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরিবেশের আশা করা হচ্ছে।

দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটি দল এবার অংশ নিতে পারছে না বলে তাদের মাধ্যমে নাশকতার কোনো সম্ভাবনা রয়েছে কী না প্রশ্নের জবাবে সাজ্জাদ আলী বলেন, নভেম্বর মধ্যে নির্বাচনমুখী হয়ে যাচ্ছে সবাই। একটি চমৎকার নির্বাচনী পরিবেশ’ তৈরি হবে। ও সবকিছু হবে না।

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বা যে কোনো নাশকতার চেষ্টা করলে পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, আমরা সর্বোচ্চ সতর্ক আছি, যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকা- না ঘটে।