বান্দরবান জেলা সংবাদদাতা : বান্দরবান প্রেসক্লাব চত্বরে আয়োজিত খেলাফত মজলিসের গণসমাবেশ ও ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন ফ্যাসিষ্ট আওয়ামীলীগের বিচার শেষ করে দেশকে বৈষম্য মুক্ত করতে হবে। ভারতকে হুশিয়ার করে দিয়ে তিনি বলেন বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে প্রহসনের সহোযোগিতা দেখাচ্ছে।

২০২৪ সালের ৫ই আগষ্ঠ অনেক রক্তের বিনিময়ে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। ৭২ সালে বাংলাদেশের স্বাধীনতাকে ছিন্তায় করা হয়েছে।

বাংলার মানুষ অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রাম করেছিল কিন্তু ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান দেশে না এসে ভারতে গিয়ে প্রেসক্রিপশান নিয়ে দেশে এসে স্বাধীনতার মুল ৪ নীতিকে ধ্বংস করেছিল। এদেশের মানুষ যখন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল তখন তাদেরকে স্বাধীনতার বিরোধী বলে আখ্যা দেয়া হয়েছিল।

জেলা সভাপতি হাফেজ আব্দুস ছোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সামবেশে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা শাইখুল হাদীস আল্লামা আলী উসমান, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবু সাঈদ নোমান, বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আবদুস ছালাম আজাদ, নায়েবে আমীর এডভোকেট আবুল কালাম, মাওলানা মহিউদ্দিন হেলালী সহসভাপতি হেফাজত ইসলম চট্টগ্রাম দক্ষিণ জেলা,

আমন্ত্রিত মেহমান হিসাবে ছিলেন, মাওলানা মো: আলাউদ্দিন ইমামী, মাওলানা ক্বারী এহছানুল হক আল মুঈন।

এতে আরো বক্তব্য প্রদান করেন মাওলানা এমদাদুল্লাহ সোহাইল সভাপতি বা. খে. মজলিস চট্টগ্রাম মহানগর, জনাব মাও: রিদুয়ানুল ওয়াহেদ সেক্রেটারি বা.খে.ম. চট্টগ্রাম, ইঞ্জিনিয়ার আমিরুল ওয়াহেদ সভাপতি চট্টগ্রাম দ. জেলা, হাফেজ মাও: আয়াজ মাহমুদ প্র.সম্পাদক চট্টগ্রাম দ. জেলা।