দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় এক যুগ আগে গঠন করা পুঁজিবাজার উপদেষ্টা কমিটি বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রাজনৈতিক পটপরিবর্তনের পর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন পুনর্গঠিত বিএসইসি সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে বিএসইসির ওয়েবসাইট থেকে এ উপদেষ্টা কমিটি সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র মতে, ২০১১ সালে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছিল। পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে বিভিন্ন বিষয়ে অর্থমন্ত্রীকে পরামর্শ দিতেই উপদেষ্টা কমিটি গঠন করা হয়। সেসময় কমিটির আহ্বায়কের দায়িত্ব ছিলেন এসইসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন। কমিটি ছিলো ১৭ সদস্যবিশিষ্ট। বিএসইসিতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক খায়রুল হোসেন। টানা ৯ বছর এ পদে দায়িত্ব পালন শেষে ২০২০ সালের ১৪ মে তার মেয়াদ শেষ হয়।
এরপর করোনা পরিস্থিতির মধ্যে বিএসইসির হাল ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষক শিবলী রুবাইয়াত উল ইসলাম। সেসময় পদাধিকারবলে ওই উপদেষ্টা কমিটির আহ্বায়কের দায়িত্ব ছিলেন শিবলী রুবাইয়াত। তিনি ২০২০ সালের ১৭ মে বিএসইসিতে যোগদান করেন। পাঁচ বছর বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ১০ আগস্ট তিনি পদত্যাগ করেন। তবে রুবাইয়াত উল ইসলামের মেয়াদকালে পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় এ উপদেষ্টা কমিটির তেমন কোনো কার্যকর ভূমিকা লক্ষ্য করা যায়নি। মূলত ‘নিষ্ক্রিয়’ ছিল এ কমিটি।
এদিকে গত ১৭ মার্চ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বিএসইসিকে শক্তিশালী করার পাশাপাশি পুঁজিবাজারে মনিটরিং বাড়ানো, বিনিয়োগ আকর্ষণ ও বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। আলোচ্য কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। এর সদস্য সচিব থাকবেন বিএসইসির কমিশনার অধ্যাপক ফারজানা লালারুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলামকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ইন্স্যুরেন্স ও ক্যাপিটাল মার্কেট ডিপার্টমেন্টের একজন অতিরিক্ত সচিবকে অন্তর্ভুক্ত করা হবে। এ কমিটি বিএসইসিকে শক্তিশালী করার পাশাপাশি পুঁজিবাজারে মনিটরিং বাড়ানো, বিনিয়োগ আকর্ষণ ও বাজারকে স্থিতিশীল রাখার বিষয়ে সুপারিশ করবে। এছাড়াও এই কমিটি পুঁজিবাজারে তারল্য তথা অর্থের প্রবাহ বাড়ানো, করপোরেট গভর্ন্যান্সের মান উন্নয়ন এবং নতুন কোম্পানির তালিকাভুক্তির জন্য উপযোগী পরিবেশ সৃষ্টির বিষয়েও সুপারিশ করবে।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম গণমাধ্যমকে বলেন, আগের উপদেষ্টা কমিটি বাতিল করা হয়েছে। প্রয়োজন সাপেক্ষে বিএসইসি তা নতুন করে করবে।