সংগ্রাম ডেস্ক : মাইলস্টোন কলেজে জঙ্গি বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য মাগফিরাত ও সুস্থতা কামনা করে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা জামায়াতের দোয়া মাহফিল

বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা।

রাজশাহী জেলা জামায়াতের অফিসে মঙ্গলবার বিকালে জেলা সেক্রেটারি মোঃ গোলাম মুর্তজার পরিচালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্র ঘোষিত মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনা ও নিহতদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার আমীর অধ্যাপক আব্দুল খালেক।

তিনি বলেন, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি, আহতদের দ্রুত সুস্থতার জন্য রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। আল্লাহ যেন আহতদের পরিপূর্ণ সুস্থতা দান করেন। তাদের প্রতি রহম করুন।

দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ মইনুল হোসেন ও মাওলানা আব্দুল খালেক, সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসান ও অধ্যক্ষ নাজমুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

আশু সুস্থতা কামনা করে খুলনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনা ব্যুরো : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত কামনায় মঙ্গলবার বাদ যোহর নগর ভবন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মর্মান্তিক ও হৃদয় বিদারক এ দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করে দোয়া করা হয়। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি কেসিসি’র পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, কালেক্টর অব ট্যাক্সেস মো. আব্দুল মাজেদ মোল্লা, চীফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান হাফিজ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার সুপার শেখ শফিকুল হাসান, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান ও মো. দেলওয়ার হোসেন, ডিসিটি কাজী মো. ইমরুল হাসানসহ কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

খুলনা বিশ্ববিদ্যালয় : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থীসহ বহু হতাহতের মর্মান্তিক ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই (মঙ্গলবার) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এবং প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদে পৃথকভাবে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শান্তি কামনা করা হয়।

প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদের দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহ। এছাড়াও বিকেল ৪টায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় বিশ্ববিদ্যালয়ের মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। অপরদিকে খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদের দোয়া ্ও মন্দিরে প্রার্থনা করা হয়েছে।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের দোয়া মাহফিল

চট্টগ্রাম ব্যুরো : ঢাকার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।

গতকাল মঙ্গলবার বাদ জোহর বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল,হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, আমির হোসেন, ফখরে জাহান সিরাজী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মকবুল আহমদ, চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার, নায়েবে আমীর আবদুল হান্নান, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঢাকার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। নিহতদের রুহের মাগফিরাত এবং আল্লাহ যাতে তাদের শাহাদাতের মর্যাদা দান করেন সেই দোয়া করছি। আহতদের আল্লাহ দ্রুত সুস্থ করে দিন।

তিনি বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও এমন লক্করঝক্কর বিমান দিয়ে প্রশিক্ষণ দেয়া কোনভাবেই কাম্য নয়। তাছাড়া প্রশিক্ষণ হবে একেবারে খালি জায়গায়। যেখানে থাকবে জনমানব শূন্য। কিন্তু রাজধানীর মতো এতো জনবহুল এলাকায় এমন দুর্ঘটনা বিমান বাহিনীর দুর্বলতা প্রকাশ করে। বিমান বাহিনী দেশের সম্পদ। তাদের প্রশিক্ষণের জন্য আরও উন্নত ও আধুনিক বিমানের ব্যবস্থা করা জরুরি।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

গাজীপুরে জামায়াতের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, গাজীপুর : মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এবং তাঁদের রূহের মাগফিরাত কামনায় গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জয়দেবপুর মহানগর অফিসে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগরের আমীর অধ্যাপক মুহম্মদ জামাল উদ্দিন এবং পরিচালনা করেন মহানগর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মোঃ আবুল হাসেম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের নায়েবে আমীর, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং গাজীপুর-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ খায়রুল হাসান।

এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং গাজীপুর-৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ সালাহউদ্দিন আইউবী, মহানগর অফিস সেক্রেটারি আবু সিনা মামুন, কর্মপরিষদ সদস্য মাওলানা এখলাছ উদ্দিন, পূবাইল থানা জামায়াতের আমীর মোঃ আশরাফ আলী কাজল, কোনাবাড়ি থানা জামায়াতের আমীর ডাঃ মোঃ কবির হোসেন, কাশিমপুর থানা জামায়াতের আমীর মোঃ ফরহাদ হোসেন, ইঞ্জিনিয়ার মাহবুব আলম জামী, সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মোঃ ছাদেকুজ্জামান খান, নায়েবে আমীর জালাল উদ্দিন, মাওলানা আব্দুর রব গাজী এবং থানা সেক্রেটারি মোঃ রবিউল হক।

দোয়া মাহফিলে মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশেষ মোনাজাতে নিহতদের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

কুমিল্লা মহানগরী

কুমিল্লা অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ফারুকী হাউজস্থজামায়াত কার্যালয়ে বিকাল সাড়ে ৫ টার দিকে দোয়ার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ সভাপতিত্বে মহানগরী

সেক্রেটারি মু.মাহবুবর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগরী জামায়াতের নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী মু. কামারুজ্জান সোহেল,দপ্তর সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন, মাওলানা লুৎফুর রহমান খান মাসুম প্রমুখ।

বগুড়া অফিস: মর্মান্তিক বিমান দূর্ঘটনায় হতাহতদের স্মরণে দোয়া মাহফিল করেছে বগুড়া শহর জামায়াত। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বাদ আছর শহর জামায়াত কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বক্তব্য রাখেন শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, জামায়াত নেতা এড. রিয়াজ উদ্দিন, আল-আমিন, আব্দুল হামিদ বেগ, আব্দুস ছালাম তুহিন, এড. শাহীন মিয়া প্রমুখ।

ফেনীতে জামায়াতের দোয়া মাহফিল

ফেনী সংবাদদাতা : গতকাল মঙ্গলবার বাদ জোহর বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার উদ্যোগে ঢাকার মাইলষ্টোন স্কুল এন্ড কলেজের উপর বিমান বিধ্বস্ত হয়ে যেসব ছাত্র ছাত্রী নিহত ও আহত হয়েছেন তাদের জন্য জন্য এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলার কেন্দ্রীয় জামে মসজিদ বড় মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ,জেলা প্রচার সেক্রেটারি আনম আব্দুর রহিম, জেলা কর্মপরিষদ সদস্য আবু ইউসুফ, শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম সহ শহর ও জেলার নেতাকর্মী ও বিপুল পরিমাণ সাধারণ মুসল্লিবৃন্দ।

নোয়াখালী সংবাদদাতা : ২২ জুলাই নোয়াখালী জেলা জামায়াতের উদ্যোগে জেলা জামায়াতের কার্যালয়ে গতকাল ঢাকার বিমান দূর্ঘটনা নিহতদের স্মরণে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার এর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ ও মাওলানা নিজামুদ্দিন ফারুক, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন ওজনাব ইসমাইল হোসেন মানিক। নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার সকলের জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করে মুনাজাত পরিচালনা করেন এবং দ্রুত আরোগ্য দান করার জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া পরিচালনা করেন।

সলঙ্গা (সিরাজগঞ্জ) সংবাদদাতা : ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য ছাত্রছাত্রী ্ও অভিভাবক নিয়ে আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোনোনীত সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক শায়েখ ড. আব্দুস সামাদ।

গত মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের অনেক শিক্ষার্থী নিহত ও দেড় শতাধিক আহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও বেদনার্ত হয়েছি।

উক্ত ঘটনায় পুরো জাতি আজ শোকে মুহ্যমান। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন নিহতদের শাহাদাতের মর্যাদা এবং জান্নাতুল ফিরদৌস নসিব করেন। সেইসঙ্গে শোকার্ত পরিবারগুলোকে আল্লাহ ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

কিশোরগঞ্জে

কিশোরগঞ্জ সংবাদদাতা : জামায়াত ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মোঃ রমজান আলী। উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যক্ষ মাও আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, মাও আজহারুল ইসলাম, কাজী মোঃ সাইফুল্লাহ, এম এইচ লোকমান, মাও সানাউল্লাহ প্রমুখ।

আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন

আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়ার পূর্বে শোক সভায় আলোচনা করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ রমজান আলী ও প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক। দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক গাফুরী। উপস্থিত ছিলেন ছাত্র নেতা হাসান আল মামুন, মুজাহিদ বিল্লাহ, জোনায়েদ সাকি, সহকারী প্রধান শিক্ষক হুমায়ূন কবির, সিনিয়র শিক্ষক জিনিয়া শারমিনসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

মৌলভীবাজার জামায়াতের দোয়া

মৌলভীবাজার সংবাদদাতা। ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য মৌলভীবাজার জেলা জামাতের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত। মঙ্গলবার বাদ আছর স্তানীয় দেওয়ানি জামে মসজিদের ইমাম মাওলানা আকিল উদ্দিন দোয়া পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী। নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান। জেলা সেক্রেটারি ইয়ামির আলী ও পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম প্রমুখ।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে মঙ্গলবার দোয়া মাহফিল করেছে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত। দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. একে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, অফিস সম্পাদক সরোয়ার কামাল মজুমদার, জেলা জামায়াত নেতা মিজানুর রহমান, আবু আসিফ, খাইরুল ইসলাম, মাওলানা ইব্রাহিম, বেলাল হোসাইন, হাফেজ জহিরুল ইসলাম, জামাল উদ্দিন, অধ্যাপক মফিজুল ইসলাম, মাওলানা শাহাদাত হোসেন প্রমুখ।