জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সচিবালায় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন- বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ।
গতকাল শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন, ‘আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে শরিফ ওসমান হাদির সংগ্রামী ও সাহসী ভূমিকা এ দেশের তরুণদের জন্য চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। শোকবার্তায় রিয়াজুর রহমান রিয়াজ ও নিজাম উদ্দিন দরবেশ আরো বলে, শরিফ ওসমান হাদি ছিলেন, সময়ের সক্রিয় ও সাহসী কণ্ঠস্বর, জুলাই গণঅভ্যুত্থানের এক লড়াকু যোদ্ধা। তার মৃত্যুর সংবাদ জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার এই অকালপ্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।