বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা-১৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মোবারক হোসাইন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করে বলেছেন যে, দেশের স্থায়ী উন্নয়ন, সামাজিক শান্তি, সুশাসন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হলে জাতিকে সৎ, যোগ্য, নিষ্ঠাবান, দেশপ্রেমিক এবং ক্লিন ইমেজের প্রার্থীদেরই নির্বাচিত করতে হবে।

তিনি আরও বলেন, “একটি উন্নত, স্থিতিশীল ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠন করতে হলে আমাদের প্রয়োজন নীতিবান নেতৃত্ব। যারা জনগণের আস্থা রক্ষা করবে, দুর্নীতিমুক্ত থাকবে এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে, তারা-ই হতে পারে জনগণের প্রকৃত প্রতিনিধি।”

১৯ নভেম্বর (বুধবার) রাতে ঢাকার মোহাম্মাদপুরস্থ রাসেল কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর উত্তর থানা জামায়াতের (২৯নং ওয়ার্ড) এর উদ্যোগে এক ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোবারক হোসাইন এসব কথা বলেন।

মোহাম্মদপুর জোন দায়িত্বশীল জনাব এ্যাড: আজহার মুন্সী, মোহাম্মদপুর উত্তর থানার আমীর জনাব এস এম আবদুল হান্নান, সেক্রেটারি জনাব মো নজরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য জনাব মোতাসিম বিল্লাহ মানসুর, এম আবুল বাশার, কমিশনার প্রার্থী মোস্তাক আহম্মেদ, থানা ও ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে স্থানীয় বাড়িওয়ালা ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় দুই শতাধিক লোকের সমাগম হয়।

জনাব মোবারক হোসাইন বলেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সততা, আদর্শ, জবাবদিহিতা ও উন্নয়নমুখী চিন্তার কোনো বিকল্প নেই। তিনি দৃঢ় প্রত্যয়ে জানান যে, ভোটারদের সমর্থন পেলে তিনি ঢাকা-১৩ আসনকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব, সেবামুখী ও নিরাপদ এলাকায় রূপান্তর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।”

তিনি সকল ভোটারকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনের মাধ্যমে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে হলে প্রত্যেক ভোটারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীকে বিজয়ী করা অত্যন্ত জরুরি।”