রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শাটডাউন ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

রোববার (১৩ জুলাই) দুপুরে মেডিকেল কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এই ঘোষণা দেন তারা। আন্দোলনকারীদের দাবি—হাসপাতাল ও ক্যাম্পাস এলাকা থেকে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ, ফুটপাতের দখলদার দোকান উচ্ছেদ এবং দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের আরও সক্রিয় করতে হবে।

এই বিক্ষোভের পেছনে মূল কারণ—গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় হাসপাতালের তিন নম্বর গেটের সামনে ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনাটি হাসপাতাল ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করে এবং শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

হত্যাকাণ্ডের ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। বিচার দাবিতে কলেজের শিক্ষার্থীরা টানা কর্মসূচি পালন করে আসছে।

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। সর্বশেষ রোববার মামলার আরও দুই আসামিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।