পবিত্র কুরআন ও সুন্নাহর মাধ্যমেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সাইফুল আলম খান মিলন।
গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজ আদায় শেষে পাগলা মাজার বায়তুর মামুর জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আল্লাহর কোরআনকে যদি আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ না করি, তবে দুনিয়ায় অশান্তি এবং আখিরাতে শাস্তি অনিবার্য। তাই আমাদের একমাত্র মুক্তির পথ হলো কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা।
এ সময় উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল পশ্চিম থানার ভারপ্রাপ্ত আমীর নূরুল ইসলাম আকন্দ, থানা সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাশেদ, থানা কর্মপরিষদ সদস্য আকতার হোসাইন, মহিউদ্দিন পারভেজ, উত্তর নয়াটোলা ওয়ার্ডের সহ-সভাপতি মীর হাবিবুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অসংখ্য এলাকাবাসী।
নামাজ শেষে মুসল্লিরা জননেতা সাইফুল আলম খান মিলনের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের শান্তি, অগ্রগতি ও ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দোয়া করেন। প্রেস বিজ্ঞপ্তি।