ডিসেম্বরের মধ্যে নির্বাচনি রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। আগামী ১৬ এপ্রিল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গতকাল বুধবার দুপুরের দিকে ১৬ এপ্রিল বিএনপিকে সময় দেওয়ার কথা জানানো হয়। এর আগে গতকাল সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি বলেছেন, নির্বাচন নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার কাছে বিএনপি সময় চেয়েছে।

বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী ১৬ এপ্রিল সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নেতৃত্বে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপি নেতারা বলছেন, গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী সাক্ষাতের সময় চাওয়া হয়। বিএনপি এই সাক্ষাতে সরকারের কাছে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা বলবে। একই সঙ্গে নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন করার বিষয়টি তুলে ধরবেন।

গুলশানের আলোচনায় সালাহউদ্দিন বলেন, বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি। ড. ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল।

সংবিধান নিয়ে বিএনপির প্রস্তাবনায় রাষ্ট্রে ভারসাম্য রক্ষা গুরুত্ব পেয়েছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, বিএনপি পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায়। কিন্তু ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দেয়নি। এ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপি জরুরি অবস্থা জারির প্রস্তাবনার পক্ষে নয় বলেও দাবি করেন তিনি।

তিনি আরও জানান, ইউনূস-মোদির সঙ্গে বৈঠককে স্বাগত জানিয়েছে বিএনপি। তাদের আলোচনায় ও দাবিতে জন-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে।

সারাদেশে প্রতিবাদ র‌্যালি আজ : গাজা ও রাফায় গণহত্যা বন্ধ এবং নির্যাতিত ফিলিস্তিনীদের প্রতি সংহতি প্রকাশে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সকল মহানগরে প্রতিবাদ ও সংহতি র‌্যালি করবে বিএনপি। গতকাল বুধবার দলের সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

ঢাকায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে বিকেল ৪টায় শুরু হয়ে র‌্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে। সকল মহানগরেও এই কর্মসূচি বৃহস্পতিবার হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীসহ জনগনকে অংশ গ্রহন করার আহ্বানও জানিয়েছে বিএনপি।