বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর মাধ্যমে বাস্তবায়নাধীন ‘‘পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদন প্রকল্প’’, “চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্প” ও “বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্প” এর উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল ১৮ জুন মানিক মিয়া এভিনিউস্থ সেচভবনে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এবং সভাপতিত্ব করেন বিএডিসি’র চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ রুহুল আমিন খান।
চেয়ারম্যান বিএডিসি বলেন, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে বিএডিসি কৃষি ও কৃষকের উন্নয়নে প্রতিষ্ঠালগ্ন হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। কৃষি উৎপাদনের মূখ্য উপাদান হিসেবে বীজ, সার এবং সেচ সুবিধা কৃষকদের নিকট সরবরাহের ক্ষেত্রে বিএডিসি’র অবদান অনবদ্য এবং অনস্বীকার্য। সেচ সুবিধা সম্প্রসারণে বিএডিসি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। পলিশেড ও পানি সাশ্রয়ী প্রকল্পটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এবং কার্যক্রমের ধরণ বিবেচনায় এটি একটি ভিন্নধর্মী প্রকল্প। সকল ধরণের অনিয়ম, স্বেচ্ছাচারিতার উর্ধ্বে থেকে প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে এর সুফল ও উপকারিতা সঠিকভাবে নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল মনোভাব নিয়ে কার্যক্রম বাস্তবায়নে তৎপর হওয়ার পরামর্শ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।