জামিয়া আম্বরশাহ আল ইসলামীয়ার ২০২৫-২০২৬ সালের প্রথম সবক প্রদান এবং মরহুম হাফেজ মাওলানা আতাউল্লাহ হাফেজি রাহ. এর জন্য দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) মসজিদের ২য় তলায় সবক প্রদান অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মাদ্রাসার শাইখুল হাদীস ও মুহতামিম হাফেজ মাওলানা মুফতী খায়রুল্লাহর সভাপতিত্বে এতে আলোচনা রাখেন আম্বরশাহ মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আলম নিরব, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সরকার, সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলায়েত হোসাইন, বিশিষ্ট আলেমে দ্বীন মরহুম আতাউল্লাহর জামাতা মুফতি মুসা বিন ইজহার, সন্তান মাওলানা সানাউল্লাহ।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী মামুনুর রশীদ।