৪ঠা অক্টোবর বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের এক জরুরি অতিরিক্ত সাধারণ সভা ধানমন্ডিস্থ বাফেট স্টোরিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সমিতির দেশের বিভিন্ন জেলার প্রায় ৪০০ সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দেশের আটটি বিভাগ থেকে আগত সদস্যবৃন্দ বিগত দিনের কার্যক্রমের কঠোর সমান আলোচনা করেন। বক্তারা প্রায় সকলেই অতি সম্প্রতি সমিতির জ্বালানী এবং ট্যাংঙ্কলরী মালিক সমিতির সদস্যসহ তেল বিপনে নিযোজিত অংশী জনের নিয়ে কমিশন বৃদ্ধির জন্য একটি কমিটি গঠিত হয়। উক্ত কমিটির সকল সদস্যদের কে বাদ দিয়ে শুধু মাত্র নাজমুল হক কে নিয়ে অন্য সদস্যদের উপেক্ষা করে ঐ কমিটি কর্তৃক প্রণীত খসড়ার সুপারিশের তীব্র বিরোধিতা করেন কারণ এটি একটি আত্মঘাতি সুপারিশ হয়েছে বলে তাদের কাছে প্রমাণিত হয়েছে এবং ট্যাংঙ্কলরী মালিক সমিতির সভাপতি উক্ত কমিটির একজন সদস্য হওয়া সত্ত্বেও তাকে পাশ কাটিয়ে তারা যে খসড়া সুপারিশ মালা তৈরি করেছে তা সম্পূর্ন আত্মঘাতিক বিধায় তা প্রত্যাহারের দাবী জানান সভার সকল সাধারণ সদস্যবৃন্দ এবং ঐ সুপারিশ মালা প্রণয়নের সঙ্গে জড়িত নাজমুল হক কে অপসারণের দাবি জানান কারণ তারা সাধারন সদস্যরা মনে করে এই সুপারিশ যদি বাস্তবায়িত হয় তাহলে পেট্রোল পাম্পের ব্যাবসা করা কোন ভাবেই সম্ভব হনে না। যেহেতু এই সমিতর জন্মলগ্ন থেকে সকল বিধি মালা মেনে এবং সকল কে নিয়ে এ সমিতির কোন নির্বাচন হয় নাই,আর যে সকল নির্বাচন বনিজ্য মন্তালয় কে জমা দেওয়া হয়েছে সেগুলি তার ঘরে বসে বানানো এবং পুরাটায় ভুয়া। তাই এ ব্যাপারেও সকলেই তাদের মতামত ব্যক্ত করেন। পরিশেষে বিশদ আলোচনা অন্তে সমিতির কার্যকরী কমিটির পুনঃগঠনের লক্ষ্যে নির্বাচনকালীন সময়ের জন্য সকল বিভাগ থেকে ৪/৫ জন সদস্যদের নিয়ে ৪১ সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয় যার মেয়াদ ৩০শে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নিদিষ্ট সময়ের ভিতর একটি সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত ব্যাক্তিদের হাতে সমিতির এদায়িত্ব অর্পণ করবে।
একই সাথে সেপ্টেম্বর ২০২৬ মধ্যে নির্বাচন পরিচালনার জন্য একটি নির্বাচন কমিটি গঠনের সুপারিস করলে সভায় সকলের মতামতের ভিত্তিতে, বাংলাদেশ। এলপিজি অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার সিরাজুল মওলাকে এদায়িত্ব প্রদান করা হয়। তিনি প্রয়োজনের সংখ্যক সদস্য নিয়ে নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করবেন বলে সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, বিভাগীয় বিভাগওয়ারি সকল বিভাগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং বিশিষ্ট মালিক সেক্টরের অংশজনেরা বক্তব্য রাখেন। প্রেসবিজ্ঞপ্তি।