জুলাই অভ্যুত্থানের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে ভিসি

অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার অনুসন্ধান কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল ইসলাম ভিসির কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অনেক সাবেক শিক্ষার্থীও এই হামলায় জড়িত ছিলেন এবং তাদের একাডেমিক সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই প্রথমে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন ঠেকাতে মরিয়া ছিল তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। তারা প্রকাশ্যে হামলা চালিয়ে আন্দোলন দমানোর চেষ্টা চালায়। মূলত ছাত্রলীগের সন্ত্রাসের প্রতিবাদেই সারাদেশে আন্দোলন জোরদার হয় এবং এই আন্দোলনের তোড়েই শেষ পর্যন্ত শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে।