ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর আওতাধীন ৩টি সাবসিডিয়ারি কোম্পানির অংশগ্রহণে গতকাল ২৯ জুলাই মঙ্গলবার আইসিবি’র প্রধান কার্যালয়ে “ইনোভেশন শোকেসিং ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন” সংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে “ইনোভেশন শোকেসিং ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন” এ আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি কর্তৃক “বিনিয়োগকারীর টহঢ়ধরফ উরারফবহফ এর অর্থ পরিশোধ” ধারণাটিকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে নির্বাচিত করা হয়েছে। আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহসান কবীর, অতিরিক্ত সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা ইয়াসমিন, যুগ্মসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় ও মোঃ নূরুল হুদা, উপ-ব্যবস্থাপনা পরিচালক, আইসিবি।

এছাড়াও আইসিবি’র ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, মহাব্যবস্থাপকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।