বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর থানা দক্ষিণের উদ্যোগে গতকাল রোববার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোঃ মোবারক হোসাইন।
সভায় সভাপতিত্ব করেন থানা আমীর মোঃ শাখাওয়াত হোসেন এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মোঃ মাইনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক মোঃ শফিউর রহমান, থানা নায়েবে আমীর আবু নাঈমসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতৃবৃন্দ।
মোবারক হোসাইন তার বক্তব্যে বলেন, গণহত্যাকারী ও ফ্যাসিস্টদের বিচার করা না হলে দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকায় আজ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে দিনযাপন করছে। যারা জনগণের অধিকার হরণ করেছে, তাদের কঠোর বিচারের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, জনআকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে আগামী নির্বাচন অবশ্যই পিআর (Proportional Representation) পদ্ধতিতে দিতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে হবে। এজন্য সবার ঐক্য ও সরকারের উপর জনচাপ সৃষ্টি অপরিহার্য।
মোবারক হোসাইন জোর দিয়ে বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন হলো সত্যকে তুলে ধরা এবং ন্যায়কে প্রতিষ্ঠা করা। এজন্য বিশিষ্ট ব্যক্তিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাজে ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা স্পষ্টভাবে তুলে ধরতে এবং সাধারণ মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে কার্যকর জনসংযোগ ও পিআর কার্যক্রমকে জোরদার করতে হবে।
সভায় অন্যান্য বক্তারাও দেশের রাজনৈতিক সংকট, সাধারণ মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জনগণের ঐক্য, সঠিক নেতৃত্বের দিকনির্দেশনা এবং আলোকিত ব্যক্তিদের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। প্রেস বিজ্ঞপ্তি।