‘শিক্ষক বাঁচলে বাঁচবে দেশ’ আলোচ্য প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক নূর নবী মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শিক্ষকদের ন্যায্য দাবিগুলো তুলে ধরেন অধ্যাপক নূর নবী মানিক। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাস্টার শহীদুল্লাহ্ , উপাধ্যক্ষ মাকসুদুর রহমান, আধ্যপক আ জ ম কামাল উদ্দিন অধ্যাপক রুহুল আমিন সহ ফেডারেশনের কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, একটি আদর্শ জাতি গড়তে হলে শিক্ষকের গুরুত্ব অপরিসীম। কিন্তু বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তিনি বলেন, শিক্ষকদের রাষ্ট্রীয় পর্যায় থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদের সকল দাবি পূরণে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। মানববন্ধনের সভাপতি তার বক্তব্যে বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর হলেও শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রেখে সরকার মূলত একটা প্রহসন করছে। তিনি সরকারকে এই প্রহসনের খেলা বন্ধ করে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিসহ তাদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণ করতে বলেন।
সভায় বক্তারা নিম্নলিখিত দাবিগুলো পেশ করেন। তার মধ্যে রয়েছে, শিক্ষাকে জাতীয়করণ করা, সকল শিক্ষককে জাতীয়করণ করা, বাড়ি ভাড়া ৪৫% বৃদ্ধি করা, চিকিৎসা ভাতা ১৫০০ করা, উৎসব ভাতা ১০০% করা এবং এমপিও কলেজভুক্ত শিক্ষকদের বদলি চালু করা। প্রেস বিজ্ঞপ্তি।