মরক্কোর রাবাতের বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা। সম্প্রতি দূতাবাসের দায়িত্ব নেওয়া নবনিযুক্ত রাষ্ট্রদূত মরক্কোর পররাষ্ট্র ও আফ্রিকান সহযোগিতাবিষয়ক মন্ত্রী নাসের বোরিতার কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
রাবাতের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় জানায়, মরক্কোতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসাকে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। নবনিযুক্ত রাষ্ট্রদূত মরক্কোর পররাষ্ট্র ও আফ্রিকান সহযোগিতাবিষয়ক মন্ত্রীর কাছে তার পরিচয়পত্র পেশ করেন। পরে তাদের মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক হয়। বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও মরক্কোর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে সহযোগিতা আরও গভীর করার যৌথ প্রতিশ্রুতি দিয়েছেন। প্রসঙ্গত, পেশাদার কূটনীতিক সাদিয়া ফয়জুননেসা মরক্কোর আগে ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।